X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কুবি রেজিস্ট্রারের অপসারণের দাবি, দফতরে তালা

কুবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ০৯:৩৯আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৯:৩৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণ দাবি করেছেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১৯ জানুয়ারি) বিকাল থেকে এ নিয়ে উত্তাপ ছড়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। শেষ পর্যন্ত রাত ৮টার দিকে রেজিস্ট্রার দফতরে তালা ঝুলিয়ে দেন তারা।

বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতিসহ কর্মকর্তা ও কর্মচারীদের সব সংগঠনের নেতাকর্মীরা রেজিস্ট্রারের কার্যালয়ে উপস্থিত হন। এ সময় রেজিস্ট্রারের সঙ্গে তাদের ব্যাপক উচ্চবাচ্য হয়। পরবর্তীতে, রেজিস্ট্রার তার কক্ষ থেকে বের হয়ে গেলে রেজিস্ট্রার দফতরে তালা দেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। তালা দেওয়ার বিষয়ে জানতে তারা বলেন, আমরা রেজিস্ট্রার কার্যালয় তালা দিয়েছি যাতে এখান থেকে গুরুত্বপূর্ণ ফাইল নথিপত্র সরাতে না পারে।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়েও দীর্ঘদিন তিনি রেজিস্ট্রার পদটি দখলে রেখেছেন। পদ নেওয়ার পর অন্যান্য কর্মকর্তাদের মতো নিয়মিত অফিস করতেও দেখা যায় না তাকে। নিজের বানানো সাপ্তাহিক রুটিন অনুযায়ী অফিস করেন তিনি। এছাড়া নিজের খেয়াল-খুশি মতো পছন্দের লোককে প্রমোশন দিয়েছেন, আবার অনেকের প্রমোশন আটকেও রেখেছেন।

আন্দোলনকারীদের মধ্যে এক কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরকে উদ্দেশ্যে করে বলেন, আপনি শিক্ষক, কর্মকর্তাদের চেয়ারে বসে আমাদের কর্মকর্তাদের পদোন্নতি না দেওয়া, নিজের ইচ্ছানুযায়ী যা খুশি তাই করছেন। জামায়াত-বিএনপিপন্থীদের বিশেষ সুবিধা দেওয়াসহ অনেক অনিয়ম করেছেন।

একপর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের সব সংগঠন থেকে রেজিস্ট্রারের অপসারণের দাবিতে উপাচার্য বরাবর লেখা গণস্বাক্ষর সম্বলিত কয়েকটি স্মারকলিপি সাংবাদিকদের কাছে দেন কর্মকর্তারা-কর্মচারী নেতারা। কর্মকর্তারা বিশ্ববিদ্যালয় আইন ও ইউজিসির নির্দেশনার আলোকে কর্মকর্তাদের থেকে রেজিস্ট্রার নিয়োগের দাবি জানান।

অন্যদিকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ স্মারকলিপিতে অভিযোগ জানিয়ে বলে, অধ্যাপক ড. মো. আবু তাহের দায়িত্ব গ্রহণের পর থেকে কর্মচারীদের প্রতি অশোভন আচরণ ও হেনস্তা করার পাশাপাশি বিভক্তির রাজনীতি করে আসছেন। এছাড়াও, বিভিন্ন অজুহাতে তিনি প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। স্মারকলিপিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও বিএনপি-জামায়াত মদতপুষ্ট হয়ে কাজ করার অভিযোগ আনা হয়।

এই বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের কাছে জানতে চাইলে তিনি বলেন, তাদের যে দাবি তারা উপাচার্যকে জানাক আর আমার কাছে যা বলেছে তা আমিও উপাচার্যকে জানাবো। এখানে আমার করার কিছু নেই আমিতো আর দাবি দাওয়া পূরণ করতে পারি না।

উল্লেখ্য বিদায়ী উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরপরই ২০১৮ এর ২৭ ফেব্রুয়ারি ওই পদে নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদারকে অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পদসহ লাইব্রেরিতে বদলি করে তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.  আবু তাহেরকে রেজিস্ট্রার পদে চলতি দায়িত্ব দেন। পরবর্তীতে অধ্যাপক পদে পদোন্নতি পেলে তাকে রেজিস্ট্রার (অতিরিক্ত) পদে দায়িত্ব দেওয়া হয়।

 

/টিটি/
সম্পর্কিত
কুবি উপাচার্যের নামে ফেসবুকে ভুয়া আইডি
বাসে ওঠা নিয়ে কুবিতে জুনিয়রকে মারধর করেছে সিনিয়র
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো