X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: বিচার দাবিতে বশেমুরবিপ্রবিতে মশাল মিছিল

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৪

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর প্রায় এক হাজার শিক্ষার্থী মিছিলে অংশ নেন। 

ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের কাছে মিছিল শেষ হয়। এ সময় দ্রুত ধর্ষকদের পরিচয় প্রকাশ এবং গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করলে গোপালগঞ্জ ছাড়বেন শিক্ষক-শিক্ষার্থীরা

মিছিলে অংশ নেওয়অ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সিকদার মাহবুব বলেন, ধর্ষকদের শাস্তির দাবিতে সকাল থেকে অবস্থান নিয়েছি এবং লাগাতার কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করেছি। ধর্ষকদের পরিচয়সহ গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

প্রায় এক হাজার শিক্ষার্থী মশাল মিছিলে অংশ নেন

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টা ২৫ মিনিটে গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের অটোতে তুলে নেওয়া হয়। পরে ৭-৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা স্কুলের নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে বন্ধুকে মারধর করে ওই শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

আরও পড়ুন: গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

এ ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় প্রথম দফায় ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এ সময় কয়েকজন আহত হন। এরপর দ্বিতীয় দফায় সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

/এসএইচ/
সম্পর্কিত
এক বাসেই ১০০ কি.মি. আসা-যাওয়া দেড়শ’র বেশি শিক্ষার্থীর
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ বছর পর স্থায়ী রেজিস্ট্রার
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে অবৈধ সনদে চাকরির অভিযোগ
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা