X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সাংবাদিক শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি

রাবি প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ১৭:৫৬আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৭:৫৭

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকরা। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। একইসঙ্গে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার ঘটনায়ও প্রতিবাদ জানান তারা। 

কর্মসূচিতে রাবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত বলেন, ‘আমরা বর্তমান এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যখন একটা স্বাধীন দেশে মধ্যরাতে একজন সাংবাদিককে তুলে নেওয়া হচ্ছে। তুলে নেওয়ার পর আবার কেউ বলতেই পারছে না, কোথায় নিয়ে যাওয়া হয়েছে। দেশের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে। সেই স্তম্ভ আজ ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এবং প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে মুক্তি দিতে হবে।’

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তৌসিফ কাইয়ুম বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ৮৫ ভাগ মামলা করেছে সরকার দলীয় নেতাকর্মীরা। আর মামলার অধিকাংশই হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে কোনও ওয়ারেন্ট ছাড়া ভোরে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে। যা কোনও স্বাধীন দেশে সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘গতকাল রাতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সাংবাদিকদের কলম নিয়ন্ত্রণের জন্য এ ধরনের হয়রানি চলছে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে এই কালাকানুন বাতিল চাই। পাশাপাশি সাংবাদিকদের হেনস্তার জন্য যেসব নিবর্তনমূলক আইন রয়েছে, সেগুলোর বাতিল করতে হবে।’

রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাসের সঞ্চালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিনুর ইসলাম খালিদ, প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান অভি, সাধারণ সম্পাদক শাহজালাল ইসলাম তুহিন প্রমুখ।

/এফআর/
টাইমলাইন: সাংবাদিক শামসুজ্জামান
৩০ মার্চ ২০২৩, ১৭:৫৬
সাংবাদিক শামসের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি
সম্পর্কিত
দায়িত্বশীল সাংবাদিকতায় বাংলা ট্রিবিউনের এগিয়ে চলা
যশোরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব‘ভারতীয় গণমাধ্যমগুলো এখন বিনোদনের মাধ্যমে পরিণত হয়েছে’
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
সর্বশেষ খবর
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির তীব্র সমালোচনা: নার্স, বিশ্ববিদ্যালয় ও এমপিদের শঙ্কা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি