X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

জীবন বাঁচাতে মংডুর জঙ্গলে রোহিঙ্গা নারী ও শিশু (ভিডিও)

আমানুর রহমান রনি, টেকনাফ থেকে
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ০৩:১৯


জীবন বাঁচাতে মংডুর জঙ্গলে রোহিঙ্গা নারী ও শিশু (ছবি: আমানুর রহমান রনি) মিয়ানমারের মংডুর জঙ্গলে এখনও অনেক রোহিঙ্গা নারী ও শিশু অবস্থান করছেন। জঙ্গল থেকে বের হলে প্রাণ হারাতে পারেন- এই ভয়ে নাফ নদীর দিকে তারা অগ্রসর হতে পারছে না। তাই বাধ্য হয়েই তারা জঙ্গলেই লুকিয়ে আছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) নাফ নদী পার হয়ে শাহপরীর দ্বীপে আশ্রয় নেওয়া এক রোহিঙ্গা শরণার্থী এই তথ্য জানান।

রবিবার রাখাইন রাজ্যে নতুন করে আরও পাঁচটি গ্রামে আগুন দেয় মিয়ানমার সেনাবাহিনী। এরপরই রাত থেকে হাজার হাজার রোহিঙ্গা নাফ নদী পাড়ি দিয়ে শাহপরীর দ্বীপে আসেন। এদের মধ্যে একজন জাফর উল্লাহ। তিনি জানান, বাঘগুনিয়া,গর্জনদিয়া,খুইন্যাপাড়া,সায়ড়াপাড়া, মাঝেরডিগি ও মংডুর পাহাড় অঞ্চলের সব গ্রাম আগুন লাগিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

জাফর উল্লাহও তার পরিবার নিয়ে পালিয়ে এসেছেন। আসার সময় পথে আরও অনেক নারী, পুরুষ ও শিশুদের জঙ্গলের মধ্যে দেখে এসেছেন তিনি। তারা আসার অপেক্ষায় আছেন। খুইন্যাপাড়ার একটি পাহাড়ে এখনও অনেক নারী শিশু আছে। যারা আসতে পারছে না।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের নিরাপত্তা বাহিনীর ২৯টি নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গাদের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসা একযোগে হামলা করে বলে অভিযোগ করে সরকার। এরপরই ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী অভিযান চালায়। রোহিঙ্গাদের বাড়ি ঘরে আগুন দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। এতে কয়েক হাজার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। বাংলাদেশে পালিয়ে আসছে প্রায় ৩ লাখ লাখ রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে তাদের আশ্রয় দেওয়া হয়েছে। প্রতিদিনই বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ঢুকছে রোহিঙ্গারা।

 

আরও পড়ুন:

রোহিঙ্গা ক্যাম্পে শিশু খাদ্যের সংকট

রোহিঙ্গা শরণার্থীদের যেভাবে ত্রাণ সহায়তা দেওয়া যাবে

ওপারে বর্বরতা, এপারে সহযোগিতার হাজারও হাত

আমার সামনেই রোহিঙ্গাদের গ্রামে আগুন দেওয়া হয়: বিবিসি সাংবাদিকের ভাষ্য

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ে মানবঢাল বানানো হচ্ছে রোহিঙ্গাদের?
রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা
রোহিঙ্গা সংকট সমাধানের উপায় খুঁজতে আশ্রয় শিবিরে সংসদীয় স্থায়ী কমিটি
সর্বশেষ খবর
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু