X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

গণনা শুরু: মেয়র ভোটে আগ্রহ কম, উৎসাহ বেশি কাউন্সিলরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৭

মানিক মিয়া অ্যাভিনিউতে অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ৮টি বাক্স থেকে ঢালা ভোটের পরিমাণ এটুকুই।(ছবি: নাসিরুল ইসলাম)
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপ-নির্বাচনে ভোটাররা আগ্রহ তেমন দেখা না গেলেও কাউন্সিলর নির্বাচন নিয়ে তাদের ব্যাপক উৎসাহ দেখা গেছে। বিকাল চারটায় দুই সিটির ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। তবে মেয়র পদে বিরোধীদল থেকে শক্তিশালী কোনও প্রার্থী না দেওয়ায় উপনির্বাচনকে ঘিরে ভোটারদের আগ্রহ ছিল কম। দিনভর ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজধানীর ভেতরের কেন্দ্রগুলোতে এমনই অবস্থা দেখে গেছে। যার প্রমাণ মিলেছে ভোটের বাক্সেও।

সংসদ ভবনের উল্টো দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থিত রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোট শেষে বাক্সগুলো থেকে পাওয়া ব্যালটের সংখ্যাও ছিল কম। ওপরের ছবিটি এই কেন্দ্রের আটটি ব্যালট বাক্স থেকে ঢালা ব্যালটের পরিমাণ দেখাচ্ছে। পরে অবশ্য আরও কয়েকটি বাক্সের ব্যালট ঢালা হলেও ভোটের পরিমাণ খুব বেশি ছিল না এখানে। শহরের ভেতরে অবস্থিত এই কেন্দ্রটিতে কাউন্সিলর নির্বাচন ছিল না।  

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ছাড়াও উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি সম্প্রসারিত বা নতুন ওয়ার্ডে  সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও  ২১ নম্বর ওয়ার্ডের কমিশনার ওসমান গণি মারা যাওয়ায় তার ওয়ার্ডেও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানীর উত্তরখানের একটি ভোটকেন্দ্রের বাইরে বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের জটলা (ছবি: শেখ জাহাঙ্গীর আলম)

প্রার্থী যারা

ঢাকা উত্তরের মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন– আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান (আম), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান (বাঘ) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম (টেবিল ঘড়ি)।

এদিকে, উত্তর সিটিতে যুক্ত হওয়া ১৮টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন এবং সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটির ১৮টি সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রোদ দেখা দিলেও, দেখা মেলেনি ভোটারদের

ভোটকেন্দ্র ভোটার শূন্য

সকাল থেকেই ভোটকেন্দ্রগুলো ছিল ভোটারশূন্য। সকালে বৃষ্টি থাকার কারণে ভোটার কম বলে প্রার্থীরা দাবি করলেও রোদ ওঠার পরেও কেন্দ্রগুলো ছিল অনেকটাই ফাঁকা ছিল। তবে যেসব এলকায় কাউন্সিলর নির্বাচন ছিল, সেসব এলাকায় ভোটার উপস্থিতি দেখা গেছে, নির্বাচনও হয়েছে সেখানে উৎসবমুখর পরিবেশে।

অনেক কেন্দ্রে ভোটারদের জন্য নির্বাচন কর্মকর্তাদের ছিল দিনভর অপেক্ষা

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম নিজেও একথা স্বীকার করেছেন। সকালে তিনি হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যাণ্ড কলেজে ভোট দিয়ে সাংবাদিকদের বলেন, ‘এ কেন্দ্রে তুলনামূলকভাবে ভোটার কম। এখানে শুধু মেয়রের ভোট রয়েছে। যেসব এলাকায় কাউন্সিলরদের ভোট রয়েছে, তাতে উপস্থিতি ভালো হবে।’

দুপুরের আগে এমনই চিত্র ছিল রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের (ছবি: জামাল উদ্দিন)

এদিকে, কেবল মেয়র নির্বাচন হচ্ছে এমন কেন্দ্রে ভোটার না থাকা নিয়ে প্রশ্ন করলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সাংবাদিকদের বলেন, ‘ভোটকেন্দ্রে ভোটার না আসার দায় নির্বাচন কমিশনের নয়, রাজ‌নৈ‌তিক দলগু‌লোর এবং প্রার্থীদের।’ তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেই। রাজনৈতিক দলগুলো কিংবা প্রার্থীদের ভোটার নিয়ে আসতে হয়। আমরা বলে দেই পরিবেশ সুষ্ঠু আছে, সবকিছু নিরাপদ আছে এবং সবাই ভোট দিতে আসতে পারে।’

ভোটকেন্দ্রগুলোতে দিনভার ছিল ভোটারদের অপেক্ষা

রোদ উঠলেও ভোটার নেই

এদিকে বুধবার থেকে রাজধানীতে বৃষ্টি থাকায় ভোটার কম বলা হলেও বৃহস্পতিবার সকাল ১০টার পর নগরীতে রোদ ছিল, কিন্তু কেন্দ্রগুলোতে তেমন ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। বাংলা ট্রিবিউনের সরেজমিনে মিরপুর, উত্তরা ও বনশ্রীর বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে পুরোকেন্দ্র খালি।

এসওএস হারম্যান মেইনার স্কুলে দুপুর দেড়টার দিকে দেখা গেছে, সেখানে একজন ভোটারও নেই। রোদে ঝলমল স্কুলমাঠ লোকজন শূন্য। এই কলেজে ভোট কেন্দ্র চারটি। দুপুর দুটা পর্যন্ত প্রতিটি কেন্দ্রেই ভোট পড়েছে একশোর কম। ভোটারের উপস্থিতি কম থাকায় গল্প করে সময় কাটছে নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী কেন্দ্রে মাঝে মাঝে ভোটারের দেখা মেলে এভাবেই। (ছবি: সঞ্চিতা সীতু)

কাউন্সিলর নির্বাচনে ব্যাপক সাড়া

তবে রাজধানীর বিভিন্ন এলাকায় মেয়র নির্বাচনে ভোটার শূন্য কেন্দ্রের খবর এলেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্ধিত অংশগুলোতে ভোটকেন্দ্রগুলোর চেহারা ছিল একেবারেই ভিন্ন। সেখানে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। মূলত, এসব এলাকায় কাউন্সিলর প্রার্থী থাকায় নিজেদের পছন্দের প্রার্থীর জন্য ভোট দিতে আসছেন তারা। দুই সিটি করপোরেশনের বর্ধিত ৩৬টি ওয়ার্ডের চিত্র ছিল এমনই। এসব কেন্দ্রগুলো উত্তরখান ও দক্ষিণখান এলাকার। ওই এলাকার চারটি ওয়ার্ড ঘুরে দেখা গেছে, কাউন্সিলরের কর্মী-সমর্থকরা নির্বিঘ্নে কাজ করছেন। তাদের পরস্পর সহাবস্থানের মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও ভোটারের সংখ্যা কিছুটা কম। তবে মেয়র নির্বাচনের কেন্দ্রগুলোর চেয়ে এখানে উপস্থিতি বেশি দেখা গেছে। উত্তরা আনোয়ারা মডেল ইউনিভার্সিটি কলেজের মহিলা কেন্দ্রে ছয়টি বুথ। মোট ভোটার ২৭১৩। এখানে সব দলের এজেন্ট ছিল। কাউন্সিলরদের এজেন্টদেরও দেখা গেছে। প্রিজাইডিং কর্মকর্তা দেবাশীষ কর্মকার বলেন, ‘এই কেন্দ্রে সব এজেন্ট আছে। এখন পর্যন্ত ৩৫ থেকে ৪০ শতাংশ ভোট গ্রহণ সম্ভব হয়েছে।’

কাউন্সিলর প্রার্থী থাকায় রাজধানীর উত্তর ও দক্ষিণখানে হয় উৎসবমুখর নির্বাচন

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের উপনির্বাচন অংশগ্রহণমূলক হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘রাজনৈতিক পরিচয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রধান বিরোধী দলগুলো অংশ না নেওয়ায় এটা অংশগ্রহণমূলক নির্বাচন নয়।’ বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোট দিতে যেতে উৎসাহ দেখা যায় না।’

প্রসঙ্গত: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ২০১৫ সালে নির্বাচিত হন আনিসুল হক। নানা সিদ্ধান্তের কারণে তিনি আলোচিত ও প্রশংসিত ছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে ২০১৭ সালের ৩০ নভেম্বর মৃত্যু হয় তার। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মেয়র পদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। এসময় আওয়ামী লীগ আনিসুল হকের উত্তরসূরী হিসেবে রফতানিমুখী পোশাক শিল্প ব্যবসায়ী ও বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। অন্যদিকে, বিএনপির মনোনয়ন পান বিশিষ্ট ব্যবসায়ী তাবিথ আউয়াল। কিন্তু, সম্প্রসারিত ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ জটিলতার কারণে উত্তর ও দক্ষিণের দুজন সংক্ষুব্ধ ব্যক্তি এ বিষয়ে হাইকোর্টে রিট করায় এ নির্বাচন পিছিয়ে যায়।  এরপর একই বছরের শেষে জাতীয় নির্বাচন থাকায় উত্তর সিটি করপোরেশনের নির্বাচনের বিষয়টি আরও পিছিয়ে যায়। নির্বাচন না হওয়ায় প্রয়াত আনিসুল হকের স্থলে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেন ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ওসমান গণি। বছরের শেষদিকে তারও মৃত্যু হলে এ দায়িত্বে আসেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ  মো. জামাল মোস্তফা।  এদিকে রিট জটিলতার সমাধান হওয়ায় উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণের সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ডে নির্বাচন এবং ২১ নম্বর ওয়ার্ডে আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে জাতীয় নির্বাচনে ‘ ভোট ডাকাতির’ অভিযোগ এনে এই নির্বাচনে বিরোধী দল বিএনপি অংশ না নেওয়ায় মেয়র পদের উপনির্বাচন নিয়ে ভোটারদের তেমন আগ্রহ দেখা যায়নি। নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দিলেও নির্বাচনি প্রচারণায় ও ভোটের মাঠে দলটির নেতাদের উপস্থিতি একেবারেই চোখে পড়েনি। 

আরও পড়ুন: 

 

ব্যালট বাক্স খালি, কর্মকর্তা বললেন ‘ভোট পড়ছে’ 

কাউন্সিলর প্রার্থী যেখানে ভোট হচ্ছে সেখানে

দুই কেন্দ্রে আড়াই ঘণ্টায় একটিও ভোট পড়েনি

ভোটার না থাকা নিয়ে প্রার্থীরা যা বললেন 

ভোটার উপস্থিতি কম থাকার দায় রাজনৈতিক দল ও প্রার্থীদের: সিইসি 

অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি: মাহবুব তালুকদার 

'ভোটারের' লাইন সাজিয়ে হঠাৎ উধাও তারা 

৫০ শতাংশের মতো ভোট পড়তে পারে: ইসি সচিব

গণনা শুরু: মেয়র ভোটে আগ্রহ কম, উৎসাহ বেশি কাউন্সিলরে

ভোটাররা নিশ্চিন্তে ভোট দিচ্ছেন: ডিএমপি কমিশনার 

এজেন্ট পাওয়া যায়নি আতিকুলের 

ভোট দিয়েছেন ঢাকা উত্তরের মন্ত্রী-সংসদ সদস্যরা

রোদ উঠলেও ভোটার নেই

কেন্দ্র চারটি, ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৪০০’র কম 

ভোটারদের অপেক্ষায় সাংবাদিকরা 

কত ভোট পড়েছে জানাতে চাচ্ছেন না প্রিজাইডিং কর্মকর্তারা

ভোটারদের প্রচণ্ড ভিড়: স্বরাষ্ট্রমন্ত্রী 

সবই আছে, শুধু ভোটার নেই 

কেন্দ্রে কেন্দ্রে ঘুরেও ভোটারদের দেখা পাইনি: শাফিন

ভোটার না থাকা নিয়ে প্রার্থীরা যা বললেন

‘গরম চা ও খিচুড়ি খেয়ে ভোট দিতে আসুন’

সিটি নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে: সিইসি

আরও একটি দল থাকলে নির্বাচন অংশগ্রহণমূলক হতো: আতিকুল

ভোটগ্রহণ চলছে ঢাকা উত্তর সিটির মেয়র উপনির্বাচনে

ঢাকার দুই সিটিতে ভোট আজ

 

 

 

 

/এসজেডএ/এইচএন/এএইচআর/সিএ/ইউআই/ টিটি/এফএস/ এসটি/এপিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!