X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

৬০ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে মুগদা হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১১:২৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১১:২৫

সিনিয়র কনসালটেন্ট ডা. নন্দিতা পালকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ১০ টায় রাজধানীর এই হাসপাতালে প্রাথমিক এই কর্মসূচি শুরু হয়। এদিন ৬০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদুল কবির। ভ্যাকসিন দেওয়া শুরুর পর বুথের সামনে আগত দর্শনার্থীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।

অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, ‘আজ ৬০ জন স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে ভ্যাকসিন। এরপর সাত-আট দিনের একটা গ্যাপ থাকবে। আমরা পুরোদমে প্রস্তুতি নেবো। প্রস্তুতি সম্পন্ন হলে চিকিৎসকরা ভ্যাকসিনের ক্ষেত্রে যেভাবে সেবা পাচ্ছেন সাধারণ মানুষকেও আমরা তা দিতে পারবো।’ টিকা নেন ডা. আবু সাঈদ চৌধুরী

ভ্যাকসিন নেওয়ার পর ডা. নন্দিতা পাল জানান, ‘ছোটবেলায় ভ্যাকসিনের কথা শুনে পালিয়েছিলাম। এবার স্বেচ্ছায় দিয়েছি। ছোটবেলায় আমাদের জোর করে দেওয়া হতো। এখন মনে হচ্ছে এই যে বাঁচার আকুলতা , এক বিভীষিকা থেকে মুক্তির জন্য ভ্যাকসিন নিচ্ছি। ভ্যাকসিন নেওয়ার পর এখন পর্যন্ত কোনও সমস্যা মনে হচ্ছে না । আশা করছি হবে না।’

ডা. নন্দিতা পালের পর ভ্যাকসিন নেন একই হাসপাতালের কনসালটেন্ট ডা. আবু সাঈদ চৌধুরী। তিনি বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার আগে মূলত টেনশনে ছিলাম। আমাদের সুঁই নিয়ে একটা ভীতি থাকে। তবে দেখলাম যে না অতো ব্যথা লাগে না। আগে একটা যেমন টেনশন ছিল, এখন রিল্যাক্স ফিল করছি।  আমি সবাইকে অনুরোধ করবো আপনারা নির্দ্বিধায় ভ্যাকসিন দেন।’ ভ্যাকসিন দেওয়া শুরুর পর বুথের সামনে থাকা দর্শনার্থীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন

উল্লেখ্য, বুধবার (২৭ জানুয়ারি) বিকালে দেশে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিভিন্ন পেশার ২৬ জনকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে শুরু হয়েছে প্রাথমিক পর্যায়ের কাজ। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ কুর্মিটোলা হাসপাতালের সঙ্গে আরও চারটি হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও মুগদা জেনারেল হাসপাতালে মোট ৫০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালকরা।

আরও পড়ুন-

টিকা নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ঢামেক চিকিৎসক

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথম টিকা নিলেন ভিসি

ভ্যাকসিন নিয়ে অভিজ্ঞতা জানালেন তারা

টিকা নিতে প্রস্তুত তারা

‘আগে নিলে বলবে কাউকে দিলো না’

৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

করোনা টিকাদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কারা আগে টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

সমালোচনাকারীদের আগে ভ্যাকসিন দেবো: স্বাস্থ্যমন্ত্রী

/এসও/এফএস/
সম্পর্কিত
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
রাজধানীতে আ.লীগের আরও ৪ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
সড়ক ও জনপথের প্রকল্প পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য শেয়ার করে বিডার দুঃখ প্রকাশ
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
দুটি সার গুদাম নির্মাণের সিদ্ধান্ত
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
আগের মেয়র-সিডিএ চেয়ারম্যান জলাবদ্ধতা সৃষ্টির জন্য দায়ী: ফাওজুল কবির খান
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি