X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

নদীরক্ষায় ডিসিদের সহায়তা চাইলেন নৌপ্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৪, ২১:৪৯আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২১:৪৯

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীরক্ষার সঙ্গে জলবায়ু-পরিবেশের সবকিছুই যুক্ত;  নদী রক্ষার বিষয়ে গুরুত্ব দিয়েছি।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের ষষ্ঠ কার্য অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপেরকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের যে প্রকল্পগুলো আছে সেগুলোর প্রকল্প পরিচালক থাকে; প্রকল্প পরিচালকের বাইরেও জেলা প্রশাসন (ডিসি) এবং বিভাগীয় প্রশাসন যেন প্রকেল্পর দেখাশুনা করে— প্রধানমন্ত্রী গতকাল এমন একটি নির্দেশনা দিয়েছিলেন।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, আমরা আজকের অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছি। প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আমরা প্রকল্প নিয়ে নেই। কিন্তু প্রকল্প বাস্তবায়নে অনেক সময় স্থানীয়ভাবে প্রশাসন সেখানে সমস্যার মধ্যে পড়ে। এটার যেন সমন্বয় হয় এমন একটি বিষয় ছিল।

প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ডিসিরাও সমস্যায় পড়ে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে নৌপ্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়ন তো ডিসিরা করেন না। বাস্তবায়ন সঠিকভাবে হচ্ছে কিনা জেলা প্রশাসককে সেটি দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে। ডিসিরা স্থানীয় পর্যায়ে অনেকগুলো কাজ করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে বিশেষ নজরদারি রাখবেন তারা।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রকল্প পরিচালক আছে এবং বাস্তবায়নের জন্য একটা টিম থাকে তারা বাস্তবায়ন করে। সেখানে প্রকল্পটির সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা জেলা প্রশাসকরা ক্রস চেক করবে। যেমন- প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনও ধরনের দুর্বলতা দেখাচ্ছে কিনা এটা যেন স্থানীয় প্রশাসন দেখভাল করে।

বিভিন্ন জায়গায় নদী দখল বড় সমস্যা যা স্থানীয় রাজনীতিবিদ বা প্রভাবশালী যারা আছেন তাদের প্ররোচনায় হয় এবং কখনও কখনও প্রশাসনের কিছু করার থাকে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নৌপ্রতিমন্ত্রী বলেন, এটা তো অতীত। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকেই তো দখল করে ফেলা হয়েছিল। বাংলাদেশের গতিপথ পরিবর্তন করে দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশকে আমরা পেয়েছিলাম ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর গতিপথ পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে নদীও রক্ষা পায়নি। কাজেই সে জায়গা থেকে আমরা নতুন একটি সম্ভাবনার জায়গায় এসেছি। নদী দখল করার যে চিন্তা-ভাবনা মানুষের ছিল; সেখান থেকে দূরে সরে গেছে। নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের শক্ত অবস্থানের কারণে এই আমূল-পরিবর্তন হয়েছে। সেখানে আপনারা গণমাধ্যম আমাদের সঙ্গে ছিলেন। গণমাধ্যমের সহায়তা পেয়েছি এবং আমাদের এই কঠোর অবস্থানটা এখনও চলমান আছে। এই জায়গায় আমরা কোনও ধরনের কম্প্রোমাইজ করবো না।

/এসআই/এমএস/
সম্পর্কিত
নৌ পরিবহন অধিদফতরের নতুন ডিজি শফিউল বারী
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
উজানে ‘মেগা ড্যামের’ ধাক্কা সামলাতে দিল্লি-ঢাকা-থিম্পুকে জোট বাঁধার ডাক
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সমকালীন ফিলিস্তিনি গল্পনুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন