ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্যালকমিনের স্ত্রী লু অ্যালকমিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কপ২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ভেন্যুতে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ব্রাজিলের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী লু অ্যালকমিন প্রধান উপদেষ্টাকে ২০০৬ সালের নোবেল শান্তি বিজয়ীর ওপর লেখা একটি বই উপহার দেন।
তিনি বলেন, অধ্যাপক ইউনূসের বই অনুবাদ করেছেন এবং তার কাজের দ্বারা অনুপ্রাণিত হয়ে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন তিনি।
এসময় ড. ইউনূস বাংলাদেশ ও দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।