আগামী ২৮ মে প্রথমবারের মতো চীনে আনুমানিক প্রায় ৫০ টন আম রফতানি করা হবে বলে জানিয়েছেন কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়া।
বুধবার (২১ মে) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এসময় কৃষি সচিব বলেন, দেশে প্রায় ২৭ লাখ টন আম উৎপাদন হয় এবং নির্দিষ্ট সময়ে এর মৌসুমে শেষ হয়ে যায়। সারা বিশ্বে বাংলাদেশের আমের চাহিদা রয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফরে আম রফতানির বিষয়ে অগ্রগতি হয়।
তিনি আরও জানান, চীনের বিভিন্ন প্রভিন্সের সঙ্গে আমাদের সরকারের আলোচনা চলছে কীভাবে আম রফতানি আরও বাড়ানো যায়। এছাড়া অন্যান্য দেশেও কীভাবে আম রফতানি বাড়ানো যায়, তা নিয়ে আমরা কাজ করবো।
আমের পাশাপাশি চীনে কাঁঠাল রফতানি নিয়েও আমরা ভাবছি বলেও জানান তিনি।