X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারের এসপির প্রত্যাহার চায় রাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২০, ১৬:৩৪আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৭:৪৪




কক্সবাজারের এসপির প্রত্যাহার চায় রাওয়া টেকনাফে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহতের ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে প্রত্যাহারের দাবি করেছে রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার।

সোমবার (১০ আগস্ট) সিনহার মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'মেজর (অব.) সিনহার হত্যাকাণ্ডের তদন্ত যে গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট। তবে বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেটি আমরা চাই।'

তিনি বলেন, 'কক্সবাজারের টেকনাফ থানা ও কক্সবাজারের পুলিশ এসপিসহ সবাইকে প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যাতে এটাই শেষ হয়, আর কোনও মায়ের বুক যাতে খালি না হয়, সে বিষয়ে আমরা দাবি জানাচ্ছি।'

তিনি বলেন, সিনহার হত্যাকাণ্ডের তদন্ত যে গতিতে এগিয়ে যাচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট। তবে বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় সেটি আমরা চাই। মর্নিং সোজ দ্যা ডে, এ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে দেখেছি, সরকার ও প্রশাসনের যে মনোভাব, তাতে তদন্ত কার্যক্রমে সিনহার মাও খুশি এবং রাওয়া অ্যাসোসিয়েশনের সবাই খুশি।

তিনি দাবি জানান, কক্সবাজারের টেকনাফ থানার সংশ্লিষ্ট সব পুলিশ সদস্যের অস্ত্র সিজ (জব্দ) করতে হবে। পাশাপাশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড যাতে এটাই শেষ হয়, আর কোনও মায়ের বুক যাতে খালি না হয়, বাংলাদেশ ভালো থাকুক।

তিনি বলেন, আমরা আবেদন করবো যাতে এই ঘটনার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না হয়। তথ্য-প্রমাণ রয়েছে যে ঠান্ডামাথায় হত্যা করা হয়েছে। এমন হত্যা আর যাতে না হয়, যারা তদন্তভার নিয়েছে, আমরা জানি তারা অত্যন্ত দক্ষ। তারা তদন্ত নিরপেক্ষভাবে করবে। এই বিচার কার্যক্রম যদি দ্রুত নিষ্পত্তি হয়, তবে সিনহা বা তার মতো যারা ভুক্তভোগী হয়েছে তাদের আত্মা শান্তি পাবে।

অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নুরুল আফসার বলেন, সিনহার বিষয়ে আজ আমরা সোচ্চার হতে পেরেছি। কিন্তু ওই লোকগুলো, ১৪০টি মার্ডার করেছে, এই ওসি প্রদীপ, ওরা কোনও মুখ খুলতে পারছে না। তাদের পেছনে কেউ এগিয়ে আসছে না। আমরা চাই এমন সব ঘটনার যেন বিচার হয়। সিনহা হত্যার বিচার হবে, এছাড়াও প্রদীপ যেসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে সেগুলোর বিচার হবে।

তিনি আরও বলেন, বিচারবহির্ভূত এসব হত্যাকাণ্ড যেন বাংলাদেশে বন্ধ হয়ে যায়, পুলিশ বাহিনীকে যাতে পুনর্গঠন করা হয়। পুলিশ বাহিনীকে সংবিধানের আওতায় যে নিয়ম-কানুন দেওয়া আছে, ডিসির আওতায় যাতে থাকে এবং ডিসি যাতে বাহিনীকে তার আওতায় রেখে, যে নিয়ম-কানুন দেওয়া আছে সেগুলো যাতে পালন করেন। যদি সুপারভিশন ঠিক থাকে তখন একটা পুলিশ এত বেপরোয়া হতে পারে না। এটা তার (প্রদীপের) রং কনফিডেন্স গ্রো করেছে, বিকজ (কারণ) তার বিচার হয় নাই। তাকে পুলিশ মেডেল দেওয়া হয়েছে। সে যে একটার পর একটা আকাম-কুকাম করে যাচ্ছে, এটা নজরে কেউ আনেননি। কেন নজরে আনেনি আমরা ঠিক বুঝতে পারছি না।

আরও পড়ুন:
সিনহা হত্যা মামলা: ওসি প্রদীপসহ আদালতে ৭ আসামি

জামিন পেলেন সিফাত, মামলার তদন্ত ভার পেলো র‍্যাব

টেকনাফ থানার তিন তলায় ‘টর্চার সেল’ বানিয়েছিল ‘ওসির টিম’!


সিনহা হত্যা মামলায় চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ শুরু

মেজর সিনহা হত্যা: ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্য বরখাস্ত

ধরে এনে ‘ক্রসফায়ার’ দেবেন না এমন শর্তে টাকা আদায় করতেন ওসি প্রদীপ

 

 

/এনএল/টিটি/এমওএফ/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন