X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কার্টুনিস্ট কিশোরের প্রয়োজন দুটো অপারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ০০:২৭আপডেট : ০৮ মার্চ ২০২১, ০১:০৩

রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের প্রয়োজন দুটো অপারেশনের। বাংলা ট্রিবিউনকে কিশোরের ভাই লেখক ও অভিনেতা আহসান কবির এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার সন্ধ্যায় কিশোরের চিকিৎসকরা তাদের ব্রিফিংয়ে অস্ত্রপচারের সিদ্ধান্ত জানান। কিশোরের কানের পর্দায় আঘাত খুব জোরালো, সেখানে একটি যন্ত্র স্থাপন করতে হবে। আঘাতের ফলে কানের পর্দার পাশে রক্ত জমে সেখানে ক্ষতের সৃষ্টি হয়েছে। যত দ্রুত সম্ভব সেখানে যন্ত্র প্রতিস্থাপন করতে চান চিকিৎসকরা।

এছাড়া দীর্ঘদিন ডায়বেটিসের মাত্রা অনিয়ন্ত্রিত থাককার ফলে গ্লুকোমাজনিত ছানির সৃষ্টি হয়েছে কিশোরের চোখে। ফলে তিনি ঝাপসা দেখছেন। ছানি অপারেশন করাটাও জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহসান কবির আরও বলেন, কিশোরের পায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তবে কোনও হাড়ে ফাটল ধরেনি বলেও জানিয়েছেন তিনি। কিন্তু পায়ের স্নায়ুতে আঘাত লাগার ফলে হাঁটতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। সেজন্য ব্যথা নাশক অষুধ দিয়েছেন বলেও জানান।

চিকিৎসকদের বরাত দিয়ে আহসান কবির আরও বলেন, কিশোরের ডায়বেটিসের মাত্রা এখনও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আজকের মাত্রা ছিল ১৮। যেটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।

অস্ত্রপচারের দিন জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসকরা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি।

উল্লেখ্য, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২০২০ সালের ৫ মে থেকে গ্রেফতার করা হয়। এরপর চলতি বছরের ৫ মার্চ দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ছয় মাসের জামিনে কারাগার থেকে বের হন তিনি।

আরও পড়ুন:

মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর

কার্টুনিস্ট কিশোরের জামিন

লেখক মুশতাকের মৃত্যুতে ১৩ রাষ্ট্রদূতের উদ্বেগ
কারাগারে লেখক মুশতাকের মৃত্যুতে ক্ষুব্ধ টিআইবি
লেখক মুশতাকের মৃত্যুতে নিন্দা ও উদ্বেগ জাতীয় মানবাধিকার কমিশনের
মুশতাককে নিয়ে ফেসবুকে পোস্ট: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ১
লেখক মুশতাকের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
চালুনি ও সুচ, চোরের মায়ের বড় গলা ও যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
প্রত্নসম্পদ আইন অনুমোদন দেয়নি মন্ত্রিসভা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ