X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২
পরীমণি ইস্যুতে প্রতিবাদ মুখর শাহবাগ

‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যুক্তিসঙ্গত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:০৪

শিল্পীর প্রতি সব ধরনের অন্যায় আচরণ বন্ধের দাবিতে শাহবাগে সমবেত হয়েছেন শিল্পী সংগঠন ও অ্যাক্টিভিস্টরা। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে সব শিল্পীরা একত্রিত হন শাহবাগে। একদিকে বড় ক্যানভাসে প্রতিবাদ চিত্র আঁকছেন কেউ। আরেক দিকে চলছে প্রতিবাদী গান আর নাটক।

শিল্পীদের প্রতিবাদ পরীমণি জামিনে মুক্ত হলেও এর আগে তাকে আটক, রিমান্ড, জামিন না হওয়া এবং তার বিরুদ্ধে চলতে থাকা নানা আচরণকে অন্যায় বিবেচনা করে ঐক্যবদ্ধ হন লেখক-শিল্পী-সুশীল সমাজ। সমাবেশের আয়োজক ‘শিল্পীর পাশে’ নামের একটি সংগঠন।

শিল্পীর আঁকা প্রতিবাদী ক্যানভাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যজন মামুনুর রশীদ। তিনি উপস্থিত শিল্পী নাট্যজন এবং সবসময়ের সহযোগী গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। সংগ্রামী আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘একটা কথা চিরদিন বিশ্বাস করেছি, যতদিন বেঁচে আছি বিশ্বাস করবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যুক্তিসঙ্গত।’

শিল্পীদের প্রতিবাদ তিনি আরও বলেন, ‘অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে গিয়েই এই সমাবেশ। বিভিন্ন সৃজনশীল মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। আমরা লক্ষ্য করেছি, ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান ও তার পরে বাংলাদেশ। বাংলাদেশের জন্ম, সব স্বাধীকার আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছেন শিল্পীরা। আমরা ভেবেছিলাম তারা (শিল্পীরা) ন্যয়সঙ্গত অধিকার পাবেন। আর শিল্পীরাও বরাবরের মতো মানুষের পাশে দাঁড়াবেন।’

শিল্পীদের প্রতিবাদী অভিনয়

এছাড়াও ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। লিখিত ছয় দফা দাবি পেশ করেন ‘শিল্পীর পাশে’র উদ্যোক্তা-নাট্যকার মোস্তফা মনন। ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, চিত্রপরিচালক আবু সাইয়ীদ, নাট্য নির্দেশক মোহাম্মদ আলী হায়দার ও অভিনেত্রী জয়িতা মহলানবীশসহ অনেকে। 

প্রতিবাদী বক্তব্যের পর সেখানে মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের ‘মোড়ল পুলিশিং’ ও বটতলার ‘রাতের রানি’ নামের পথনাটক।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আজ এই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ থেকে আমাদের দাবি, শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিভিন্ন বিধিনিষেধ আরোপ এবং হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। শিল্প-সংস্কৃতি স্বাভাবিক গতিপ্রবাহকে বাধাগ্রস্ত করা যাবে না, কোনও অনিয়মতান্ত্রিক আইনি প্রক্রিয়ায় যেন শিল্পীদের হেয় করা না হয়। আর কোনও শিল্পীকে যেন মোরাল পুলিশিং, সাইবার বুলিং, মিডিয়া ট্রায়ালের শিকার হতে না হয়। তাদের দাবি, সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায় থেকে দায়িত্বশীল আচরণ। কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ের বিকৃতির বিরুদ্ধে বিটিআরসির সক্রিয় ভূমিকা। গ্রেফতার এবং রিমান্ড বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া দিকনির্দেশনার পূর্ণ বাস্তবায়ন।

 

 

/ইউআই/আইএ/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
০৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:০০
‘অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যুক্তিসঙ্গত’
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলি পুশ করা ৫ পিকআপ চিংড়ি মাছ জব্দ, ৫ ব্যবসায়ীকে জরিমানা
জেলি পুশ করা ৫ পিকআপ চিংড়ি মাছ জব্দ, ৫ ব্যবসায়ীকে জরিমানা
বৈভবের দুর্বলতা বের করেই সফল চাহার
বৈভবের দুর্বলতা বের করেই সফল চাহার
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান
সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চাইলেন তারেক রহমান
‘আ.লীগ রাজনীতি করতে পারবে কিনা— এই আলোচনা আসতে পারে না’
‘আ.লীগ রাজনীতি করতে পারবে কিনা— এই আলোচনা আসতে পারে না’
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী