X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘নামধারী শ্রমিক নেতারা শ্রমিক আন্দোলন বিক্রি করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২২, ১৬:১২আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৬:১২

নামধারী শ্রমিক নেতারা শ্রমিক আন্দোলন বিক্রি করছে বলে মন্তব্য করেছেন গার্মেন্টস শ্রমিক সংহতি’র সভা প্রধান তাসলিমা আক্তার। তিনি বলেন, যারা শ্রমিকদের দাবি-দাওয়া ও আন্দোলনকে মালিক এবং সরকারি সংস্থার কাছে বিক্রি করে তারা শ্রমিকের পক্ষে হতে পারে না।

শুক্রবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে পোশাক শ্রমিকদের মজুরি মূল্যায়ন ও মহার্ঘ ভাতার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তাসলিমা আক্তার বলেন, শ্রমিকের সঙ্গে বেইমানি যারা করে, তাদেরকে আমাদের চিনতে হবে। এসকল নেতাদের মালিক ও সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে শ্রমিকদের মাঝে বিভক্ত সৃষ্টি করে। শ্রমিকরা যেহেতু বিভিন্ন সংকটের মধ্যে বসবাস করে, ভয়াবহ জীবন যাপন করে সেখানে তারা শ্রমিকদের কখনো প্রলোভন, কখনো ভয় দেখিয়ে দেয়।

তিনি বলেন, আপনারা জেনে নিন আমাদের শ্রমিকরা ভয় পায় না। তারা মাথা উঁচু করে দাঁড়াতে জানে। তাদের প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করতে পারবেন না। এই শিল্পকে যদি টিকিয়ে রাখতে চান, বিকাশ করতে চান তাহলে এই শ্রমিকদের বাঁচিয়ে রাখতে হবে।

শিল্প মালিক এবং সরকার জোট বেধেঁছে দাবি করে তাসলিমা আক্তার বলেন, মালিকরা অন্যায় করলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। বরং মালিক সরকার একাকার হয়ে গেছে।

শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়ার দাবি জানিয়ে তাসলিমা আক্তার বলেন, আমরা গার্মেন্টস সংহতির পক্ষ থেকে এই বছরে শ্রমিকদের ইনক্রিমেন্ট যথা সময়ে দেওয়া, বৈষম্য দূর করা, নতুন মজুরি বোর্ড গঠন করাসহ মহার্ঘ ভাতা প্রদান করার দাবি জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক সংহতি’র সাধারণ সম্পাদক জুলহাসনাঈন বাবু, কেন্দ্রীয় সদস্য এবং আশুলিয়া থানার সভা প্রধান জিহাদুল ইসলাম, সাভারের সংগঠক রুপালি আক্তার, মিরপুরের সংগঠক আসাদুল ইসলাম প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক