X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঈদের ছুটি শেষ, স্বরূপে ফিরছে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ১৪:০০আপডেট : ০৮ মে ২০২২, ১৪:০০

ঈদের লম্বা ছুটি কাটিয়ে আজ থেকে পুরোদমে শুরু হয়েছে অফিস-আদালত, খুলেছে স্কুল-কলেজও। রবিবার (৮ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে অফিসগামী মানুষের চলাচল, বেড়েছে যানবাহনের চাপও। তবে ঈদের ছুটি শুরু হওয়ার আগে যে তীব্র জট ছিল, তা এখনও সেভাবে শুরু হয়নি।

রাজধানীর মিরপুর, ফার্মগেট, ধানমন্ডি, মহাখালীসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, অফিস-আদালত এবং স্কুল-কলেজ খোলায় গেল কয়েকদিনের তুলনায় আজ সকাল সকাল সড়কে যানজট কিছুটা বেড়েছে। বাস স্টপগুলোতে গেল কয়েকদিন ফাঁকা থাকলেও আজ কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও বিভিন্ন সিগন্যালগুলোতে এবং মোড়ে মোড়ে থেমে থেকে যানজট সৃষ্টি হচ্ছে।

রাজধানীর মগবাজার, হাতিরঝিল, মালীবাগ এলাকাতেও গাড়ির চাপ হালকা বেড়েছে। তবে এই এলাকাগুলোর কোথাও তীব্র যানজট দেখা যায়নি।

তবে খোঁজ নিয়ে দেখা গেছে, রাজধানীর বনানী, রামপুরা ও উত্তরার প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি রয়েছে। এসব সড়কেপথে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে যেতে যানজটে পড়ে অপেক্ষা করতে হচ্ছে।

ছবি: সাজ্জাদ হোসেন

দুপুরের দিকে চাপ বাড়লেও সকাল বেলা বেশ ফাঁকাই ছিল সড়ক। মোহাম্মদপুরের একটি সরকারি কলেজের শিক্ষক সোহাগ বলেন, আজ থেকে কলেজ খোলা। সকালে বের হয়ে অনেকটা যানজট ছাড়াই কলেজে আসতে পেরেছি। রাজধানীতে এখনও সেভাবে যানজটের সৃষ্টি হয়নি।

প্রজাপতি পরিবহনের চালক কাইয়ুম বলেন, গত কয়েকদিনের তুলনায় আজ কিছুটা যাত্রী চাপ রয়েছে। তবে এখনও কিছু সিট ফাঁকা থাকছে গেছে। আবার বিভিন্ন সিগন্যাল ও মোড়গুলোতে যানজটেও পড়তে হচ্ছে। আসলে এখনও অনেকে ছুটির মুডে আছেন। সবাই মনে হয় কাজে ফেরেনি। আর দুই-তিন দিন পর লোকজন পুরোদমে অফিস শুরু করলে আরও বেশি যাত্রী পাবো।

রাজধানীর আসাদগেটে বাসের জন্য অপেক্ষারত জিহাদ বলেন, ‘আমার অফিস তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়, আমি বাসের জন্য অপেক্ষা করছি। রাস্তায় আজ যানবাহন দেখা যাচ্ছে, তবে যানজট সেরকম নেই।’

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত অমল সরকার বলেন, ‘গাড়ির চাপ থাকলেও এখন তো আগের সেই তীব্র যানজটের সৃষ্টি হয়নি। এখনও ছুটি ছুটি ভাব রয়েছে। তবে তিন-চার দিনের মধ্যে মনে হয় রাস্তায় যেমন মানুষের চলাফেরা বাড়বে, সেইসঙ্গে যানবাহনের চাপ বাড়বে।’

রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন এবং মানুষের চলাচল রয়েছে উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আল সাহেদ বাংলা ট্রিবিউনকে বলেন, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ। রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে এখন পর্যন্ত বড় কোনোধরনের যানজট সৃষ্টি হয়নি। গাড়ির চাপ থাকলেও বিভিন্ন সড়কে সিগনালে অপেক্ষা ছাড়াই এখনও গাড়ি চলাচল করতে পারছে।’

এদিকে গ্রামে ঈদ উদযাপন করে এখনও অনেকেই রাজধানীতে ফিরছেন। রেল স্টেশন, লঞ্চঘাট এবং বাস টার্মিনালগুলোতে এদিন রাজধানীমুখী মানুষের ভিড় দেখা গেছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়