X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বৃদ্ধ হাজিদেরও মাথায় লাগেজ তুলতে হচ্ছে বিমানবন্দরে

চৌধুরী আকবর হোসেন
০২ আগস্ট ২০২২, ২০:৫৫আপডেট : ০২ আগস্ট ২০২২, ২১:০৮

হজ শেষে এখনও দেশে ফিরছেন হাজিরা। বিমানবন্দরের ভেতরে দ্রুত ইমিগ্রেশন, লাগেজ সংগ্রহ করা, কাস্টম শেষ হচ্ছে। হাজিরা বিমানবন্দরের ভেতরের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করলেও গাড়িতে উঠতে এসে ক্ষোভ প্রকাশ করছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ক্যানোপিই গ্রিল দিয়ে আটকে দেওয়া, ফলে ট্রলি নিয়ে পার্কিংয়ে যেতে পারছেন না হাজিরা। এমন পরিস্থিতিতে অনেক বৃদ্ধ হাজিকেও মাথায় লাগেজ তুলতে হচ্ছে।

বৃদ্ধ হাজিদেরও মাথায় লাগেজ তুলতে হচ্ছে বিমানবন্দরে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের ভেতরে ট্রলি নিয়ে সংকটে পড়তে হচ্ছে না কোনও যাত্রীকে। সম্প্রতি নতুন ট্রলি ও ট্রলিম্যানের সংখ্যা বাড়ানোয় টার্মিনালের ভেতরে ট্রলি নিয়ে কোনও দুর্ভোগ নেই। তবে বিমানবন্দরের দুটি ক্যানোপিতেই গ্রিল দিয়ে আটকে দেওয়ায় কোনও যাত্রীর পক্ষে ট্রলি নিয়ে পার্কিংয়ে যাওয়া সম্ভব না। অন্যদিকে ক্যানোপির আয়তন ছোট হওয়ায় ড্রাইভ ওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেকেই দ্রুত গাড়িতে উঠতে পার্কিংয়ে যেতে লাগেজ মাথায় তুলে বের হয়ে যান। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন অসুস্থ, বৃদ্ধ, নারী এবং বেশি মালামাল নিয়ে আসা যাত্রীরা। সম্প্রতি বৃদ্ধ হাজিদেরও মাথায় লাগেজ তুলতে দেখা গেছে।

বৃদ্ধ হাজিদেরও মাথায় লাগেজ তুলতে হচ্ছে বিমানবন্দরে

হাজিরা বলছেন, বিমানবন্দরের ভেতরে এত সুন্দর ব্যবস্থাপনা দেখে আমরা খুশি। কিন্তু এখন বাইরে এসে দুর্ভোগ। ক্যানোপিতে লম্বা গাড়ির লাইন, নিজেরাই মালামাল নিয়ে পার্কিংয়ে যেতে হলে লাগেজ মাথায় তোলা ছাড়া গতি নেই। বেশিরভাগ হাজিই বয়স্ক। তারা হজ করে নিজের দেশে এসে এভাবে লাগেজ মাথায় তুলতে বাধ্য হচ্ছেন।

হাজি সৈয়দ আব্দুল মান্নান বলেন, ট্রলিতে লাগেজ নিয়ে পার্কিংয়ে গিয়ে গাড়িতে উঠবো। এই সহজ কাজটিও এখানে জটিল করে রেখেছে। বয়স্ক মানুষগুলো কষ্ট করে লাগেজ মাথায় নিয়ে বের হয়ে যাচ্ছে। ক্যানোপিতে গাড়ির যে পরিমাণ লম্বা লাইন, তাতে অপেক্ষা করলে একঘণ্টাও লেগে যেতে পারে। তাই সবাই নিজেরাই পার্কিংয়ে যেতে চান, সেটাও দুর্ভোগ।

বৃদ্ধ হাজিদেরও মাথায় লাগেজ তুলতে হচ্ছে বিমানবন্দরে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, বিমানবন্দরের বহুতল কার পার্কিং ভবনে ট্রলি নেওয়ার সুযোগ আছে। টার্মিনালের ভেতরে সেই সাইন (দিকনির্দেশনা) দেওয়া আছে। যে কেউ চাইলে বহুতল কার পার্কিং ভবনের ভেতরে ট্রলি নিয়ে সেখান থেকে গাড়িতে উঠতে পারবেন।

তবে বাস্তবতা হচ্ছে, হাজি কিংবা যাত্রীদের স্বজনরা কোথায় গাড়ি পার্কিং করেছেন তা তারা জানেন না। ফলে টার্মিনালের ভেতরে বহুতল কার পার্কিংয়ে ট্রলি নেওয়ার সাইন থাকলেও সেটি কোনও কাজ আসবে না। টার্মিনালের সামনে একবার পার্কিং চার্জ দিয়ে পুনরায় আবার বহুতল কার পার্কিং ভবনে গেলে ব্যয় বেড়ে যাওয়ায় কেউ আগ্রহী হবেন না। এছাড়া অনেক হজযাত্রী একসঙ্গে বাসে চড়ে ঢাকার বাইরে যাবেন। তাদের বাস টার্মিনালের সামনে পার্কিং করা থাকে। ফলে বাসে চড়া হজযাত্রীদের ক্যানোপি থেকে লাগেজ মাথায় তুলেই বের করা ছাড়া কোনও উপায় নেই।

বৃদ্ধ হাজিদেরও মাথায় লাগেজ তুলতে হচ্ছে বিমানবন্দরে

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, ১ আগস্ট পর্যন্ত দেশ ফিরেছেন ৪৪,৬৪১ জন হাজি। এরমধ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৫৩ শতাংশ, সৌদি এয়ারলাইন্স পরিবহন করেছে ৪২ শতাংশ, ফ্লাইনাস পরিবহন করেছে ৬ শতাংশ যাত্রী। মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১২৪টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫১টি, ফ্লাইনাস পরিচালিত  ৬টি।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ইসরায়েল থেকে ফ্লাইট আসার ব্যাখ্যা দিলো বেবিচক
ঈদের দিনে ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট এলো কেন?
সর্বশেষ খবর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া