X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ফারদিন হত্যা: ১৭ দিনেও অন্ধকারে তদন্ত সংস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২২, ২১:৪১আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০১:২৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র ফারদিন নূর পরশের (২৪) মরদেহ উদ্ধারের ১৭ দিন পার হয়েছে। এখন অন্ধকারে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার প্রথমে তদন্ত সংস্থাগুলো বিভিন্ন মোটিভ পেলেও এখনও এই ঘটনার কোনও পর্যায়ে পৌঁছাতে পারেনি তারা।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনার মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বলার মতো কোনও অগ্রগতি নেই।’

তিনি আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা যায় ফারদিন যাত্রাবাড়ী মোড় থেকে রাতে একটি লেগুনায় ডেমরা স্টাফ কোয়ার্টারের দিকে গিয়েছে। সেই লেগুনাচালককে শনাক্ত করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে নতুন কোনও তথ্য পাওয়া যায়নি।’

ফারদিন হত্যার মামলার মূল তদন্তভার রয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। আর এই ঘটনায় ছায়াতদন্ত করছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব। রামপুরা থানায় মামলা হওয়ার পরদিন বিকালে ডিবি মতিঝিল বিভাগে মামলা হস্তান্তর করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় ফারদিনের বাবার করা মামলায় প্রধান অভিযুক্ত ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরা। বুশরা পড়েন ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। রামপুরার বনশ্রীতে তার বাসা। বছর পাঁচেক আগে এক বিতর্ক প্রতিযোগিতায় ফারদিনের সঙ্গে তার পরিচয় হয় বলে জানান ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন।

ফারদিন হত্যার পর প্রথমে ‘নারীঘটিত কারণ’ বলে মনে করা হলেও ধীরে ধীরে তা অন্যদিকে মোড় নিতে শুরু করে। এ কারণে বুশরাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে বুশরা পাঁচ দিনের রিমান্ড শেষ কারাগারে আছেন।অন্যান্য বিষয়ে অমত থাকলেও একটি বিষয়ে ডিবি ও র‌্যাব একমত যে এ ঘটনায় বুশরার কোনও সংশ্লিষ্টতার তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ফারদিন নূর পরশ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন। পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়ায় থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। গত ৪ নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তদন্তসংশ্লিষ্টরা এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনও আলামত উদ্ধার করতে পারেনি। তারা ফারদিনের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন, কললিস্ট আর সিসিটিভি ফুটেজ দেখেই ঘটনার পর্যালোচনা করে যাচ্ছে। তবে গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করে যাচ্ছেন। তদন্ত সংস্থার কর্মকর্তারা আশাবাদী যে তারা এই হত্যাকাণ্ডের মূল ঘটনা সম্মুখে নিয়ে আসবেন।

আরও পড়ুন...

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় বান্ধবী গ্রেফতার

বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার: বান্ধবীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ

শীতলক্ষ্যায় ভাসছিল নিখোঁজ বুয়েট ছাত্রের লাশ

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় বান্ধবী ৫ দিনের রিমান্ডে

ফারদিন হত্যা মামলা ডিবিতে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে

বুয়েটশিক্ষার্থী ফারদিন হত্যাকাণ্ডের চূড়ান্ত কারণ এখনও পায়নি ডিবি

বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার: বান্ধবীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
নড়াইলে ভাই-ভাতিজার বিরুদ্ধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাওনা টাকা চাওয়ায় যুবককে পিটিয়ে হত্যা
গেলেন অসুস্থ মেয়ের জন্য টাকা পাঠাতে, কালভার্টের নিচে মিললো মায়ের লাশ
সর্বশেষ খবর
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
নারীর স্বাধীন চলাফেরায় নিরাপত্তা নিশ্চিতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান
রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
রামপুরায় ব্যাটারিচালিত রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
সিন্ধু পানিচুক্তিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি বিশেষজ্ঞরা
সিন্ধু পানিচুক্তিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাইলেন পাকিস্তানি বিশেষজ্ঞরা
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় মামলা, আসামি সেই যুবকসহ ২৫ জন
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় মামলা, আসামি সেই যুবকসহ ২৫ জন
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ