X
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
২৪ অগ্রহায়ণ ১৪৩০

পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

ঢাবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ০৭:০৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৭:০৬

পহেলা ডিসেম্বরকে জাতীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন ও পতাকা সমাবেশে এই দাবি জানায় সংগঠনটি।

এ সময় আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে পরদিন থেকে সারাদেশে দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, ভাস্কর্য শিল্পী রাশা, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল প্রমুখ।

মানববন্ধনে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও দেশের সংবিধানে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা শব্দটি সংযোজিত হয়নি। আমরা দীর্ঘদিন যাবত ১লা ডিসেম্বরকে রাষ্ট্রীয় ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছি কিন্তু এখনও পর্যন্ত সরকার নীরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে পহেলা ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।’

আল মামুন বলেন, ‘বিভিন্ন সময়ে গণযোগাযোগ মাধ্যমে ও সামাজিক যোগাযোগের মাধ্যগুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের হলোকাস্ট অ্যাক্ট বা জেনোসাইড ডিনাইয়াল ল-এর আদলে আইন করে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে। স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের ওপর এখনও হামলা, মামলা, নির্যাতন চলছে। রাষ্ট্রের গাফিলতির জন্য এখনও বাংলাদেশের সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা শব্দ দুটি যুক্ত হয়নি। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগে এসব দাবি বাস্তবায়ন না হলে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃত্বে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।’

/এমপি/
সম্পর্কিত
যাত্রাবিরতির দাবিতে ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেন থামিয়ে মানববন্ধন
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগঢাবি শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন
‘কতজনের রক্তের ওপর দিয়ে সরকার ক্ষমতায় যায়, আমরাও দেখবো’
সর্বশেষ খবর
নেপালে বাংলাদেশের দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
নেপালে বাংলাদেশের দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
ডিজিটাল মাধ্যম ও মার্কেটিংয়ে উদ্ভাবনী সমাধানকে সুদৃঢ় করতে ডিজিটাল সামিট অনুষ্ঠিত
ডিজিটাল মাধ্যম ও মার্কেটিংয়ে উদ্ভাবনী সমাধানকে সুদৃঢ় করতে ডিজিটাল সামিট অনুষ্ঠিত
ফি‌লি‌স্তি‌নে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লা‌খো মানুষের বিক্ষোভ
ফি‌লি‌স্তি‌নে স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে লন্ডনে লা‌খো মানুষের বিক্ষোভ
পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেলো ৬ কোটি ৩২ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেলো ৬ কোটি ৩২ লাখ টাকা
সর্বাধিক পঠিত
একাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
মানবাধিকার লঙ্ঘনএকাধিক দেশের ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
বাংলাদেশে উৎপাদন হলো বিশ্বসেরা কফি, কৃষিতে নতুন সম্ভাবনা
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
যুক্তরাজ্যে ভিজিট ভিসায় কাজের সুযোগ
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি