X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

পহেলা ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

ঢাবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ০৭:০৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৭:০৬

পহেলা ডিসেম্বরকে জাতীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন ও পতাকা সমাবেশে এই দাবি জানায় সংগঠনটি।

এ সময় আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে পরদিন থেকে সারাদেশে দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, ভাস্কর্য শিল্পী রাশা, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল প্রমুখ।

মানববন্ধনে আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও দেশের সংবিধানে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা শব্দটি সংযোজিত হয়নি। আমরা দীর্ঘদিন যাবত ১লা ডিসেম্বরকে রাষ্ট্রীয় ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছি কিন্তু এখনও পর্যন্ত সরকার নীরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে পহেলা ডিসেম্বরকে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।’

আল মামুন বলেন, ‘বিভিন্ন সময়ে গণযোগাযোগ মাধ্যমে ও সামাজিক যোগাযোগের মাধ্যগুলোতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষকারীদের বিরুদ্ধে পাশ্চাত্যের হলোকাস্ট অ্যাক্ট বা জেনোসাইড ডিনাইয়াল ল-এর আদলে আইন করে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে। স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের ওপর এখনও হামলা, মামলা, নির্যাতন চলছে। রাষ্ট্রের গাফিলতির জন্য এখনও বাংলাদেশের সংবিধানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা শব্দ দুটি যুক্ত হয়নি। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগে এসব দাবি বাস্তবায়ন না হলে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃত্বে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তুলবো।’

/এমপি/
সম্পর্কিত
কোপানোর মামলায় জামিন না পেয়ে এবার ভাঙা হলো বাদীর হাত-পা
নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি
তামাক পণ্যে কর ও মূল্য বৃদ্ধির দাবি
সর্বশেষ খবর
গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
বিশ্বশান্তি কামনায় বুদ্ধপূর্ণিমা উদযাপন
বিশ্বশান্তি কামনায় বুদ্ধপূর্ণিমা উদযাপন
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জুলাই আহতদের
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জুলাই আহতদের
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাইযোদ্ধা দুর্জয়
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাইযোদ্ধা দুর্জয়
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ