X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নয়াপল্টনে সংঘর্ষের পর আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা

জুবায়ের আহমেদ
০৯ ডিসেম্বর ২০২২, ১৯:১৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৯:১৭

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর গত বুধবার (৭ ডিসেম্বর) বিকালের পর থেকে কোনও অফিস ও মার্কেট কিংবা দোকান খোলা হয়নি। এ ছাড়া নয়াপল্টন মোড়ের দক্ষিণে বিজয়নগর কালভার্ট রোড ও উত্তরে কাকরাইল মোড় পর্যন্ত আশাপাশের দোকানপাট বন্ধ ছিল। টানা তিন দিন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা।

ক্ষতি কাটিয়ে উঠতে শুক্রবার (৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও পল্টন এলাকায় অনেকে দোকান খোলা রেখেছেন। তবে বেশির ভাগ দোকানই বন্ধ ছিল।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার পল্টন এলাকায় নয়াপল্টন নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল বিএনপির দলীয় কার্যালয়ে পুরো রাস্তা পুলিশের নিয়ন্ত্রণে ছিল। তবে কিছু দোকান খুললেও তাদের মধ্যে ছিল আতঙ্ক।

নয়াপল্টন এলাকার দোকানের কর্মীরা জানান, গত বুধবার বিকাল থেকে দোকান বন্ধ করে দিতে হয়েছে। তার পরের দিন বৃহস্পতিবার দোকান খোলা থাকলেও তেমন বেচাকেনা হয়নি। তাই বিকালে আবার তাদের দোকান বন্ধ করে দিতে হয়েছে।

নয়াপল্টনে সংঘর্ষের পর আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা

শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকার পরও দোকান মালিকরা দোকান খুলে রাখতে বলেও সকাল থেকে কোনও কোনও দোকানে দুপুর পর্যন্ত বিক্রিই শুরু হয়নি বলে জানান দোকানকর্মীরা।

নয়াপল্টন মোড়ে অবস্থিত চশমার দোকানের কর্মী শাওন বলেন, ‘বুধবার বিকালে সংঘর্ষের পর দোকান বন্ধ করে যেতে হয়েছিল। তবে পরের দিন সকালেই দোকান খুললে স্বাভাবিক দিনের মতো বিক্রি ছিল না। অনান্য দিন ১০ হাজারের মতো বিক্রি হলে এদিন চার হাজার টাকা বিক্রি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল বিএনপির সমাবেশ নিয়ে কী হবে বলা যায় না। তাই মালিক আজ ছুটির দিনেও দোকান খোলা রাখতে বলেছেন।’

সংঘর্ষের কারণে দোকান খুলতে পারেননি ফুটপাতের দোকানিরা। কেউ নয়াপল্টন থেকে সরে গিয়ে দূরে ভ্যান নিয়ে দাঁড়িয়েছে। কেউ গতকাল দোকানই খুলে বসতে পারেনি।

নয়াপল্টনে সংঘর্ষের পর আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা

পল্টন মোড়ের চা-দোকানি খোরশেদ আলম বলেন, ‘গত দুই দিনে আমার তিন হাজার টাকা লস। আমার আয় হইলো দিনেরটা দিনে। এক দিন আয় বন্ধ হইলে সমস্যা হয়।’ আজ সাহস করে আবারও দোকান খুলেছেন বলে জানান তিনি।

তবে ফকিরাপুলের মোড়ের থেকে মতিঝিল এলাকায় দোকানিদের কোনও সমস্যা হয়নি। সংঘর্ষের দিন শুরুতে দোকানপাট বন্ধ রাখলেও সন্ধ্যায় আবার খুলে দেয় তারা। পরের দিনও তারা দোকানের কার্যক্রম চালু রাখে।

এদিকে শুক্রবার সকাল থেকেই পল্টন নাইটেঙ্গেল মোড়ে পুলিশ সতর্ক অবস্থায় আছে। কার্যালয়ের রাস্তায় কাউকে জড়ো হতে দেয়নি পুলিশ। কিছু পথচারীকে পরিচয় ও প্রমাণ দেখে ভেতরে ঢুকতে দেওয়া হয়।

/এনএআর/
সম্পর্কিত
ঢাকা দক্ষিণ আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুক্রবার
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
সর্বশেষ খবর
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি