X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ফারদিনের মৃত্যুর কারণ জানতে বুয়েট শিক্ষার্থীরা ডিবি কার্যালয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২২, ১৫:২২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৫:২২

বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনার তদন্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে আত্মহত্যা বলা হয়েছে। বিষয়টি ফারদিনের সহপাঠীদের কাছে বিস্ময়ের সৃষ্টি হয়। তারা এটা মানতে নারাজ, তাই প্রকৃত ঘটনা জানতে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ডিবি কার্যালয় আসেন বুয়েটের ৪০ শিক্ষার্থী। তিন ঘণ্টা অবস্থান করে দেড়টার পর ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যান।

গোয়েন্দা কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় ফারদিনের সহপাঠীরা গণমাধ্যমকে বলেন, ‘গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। তদন্তে গোয়েন্দা পুলিশ আত্মহত্যার বিষয়টি পেয়েছে, এ বিষয়টি আমাদের সঙ্গে শেয়ার করেছে। অনেক বিষয়ে আমাদের সামনে তুলে ধরেছে। আমরাও অনেক বিষয় জেনেছি। তবে আমাদের মনে হয়েছে, কিছু বিষয়ে গ্যাপ রয়েছে। আমরা মনে করি ভবিষ্যতে কর্মকর্তারা তদন্ত করে এ বিষয়গুলো সম্পর্কে নিশ্চিত হবেন।’

তারা আরও বলেন, ‘গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তারা এখনো এ বিষয়টি নিয়ে কাজ করছেন। আমাদের কাছে যেসব পয়েন্ট মনে হয়েছে আমরা সেসব বিষয়ে কর্মকর্তাদের জানিয়েছি। গোয়েন্দা কর্মকর্তাদের বক্তব্য আমাদের কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। তাদের তদন্তের ধরন ও এফোর্ড সম্পর্কে কিছু গ্যাপ রয়েছে, কিছু স্পট রয়েছে। এসব বিষয় নিয়ে হয়তো আরও পরিষ্কার হওয়া দরকার রয়েছে।’

সহপাঠীরা বলেন, ‘ফারদিনকে ব্রিজ থেকে নামিয়ে দেওয়ার পর ফারদিনের সঙ্গে কে ছিল, সে একদম একা ছিল কি না, এসব বিষয় সম্পর্কে কিছু জানাতে পারেনি গোয়েন্দা কর্মকর্তারা। তবে গোয়েন্দা কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, লেগুনা ড্রাইভার তাদের জানিয়েছেন দুজনকে নামানো হয়েছিল। তার সঙ্গে আরেকজনকে নেমেছিল, সে বিষয়গুলো গোয়েন্দা পুলিশ আর তদন্ত করে দেখবেন। এ বিষয়টি ছাড়া আর যেসব বিষয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেগুলো মনে হয়েছে কংক্রিট এভিডেন্স।’

ফারদিনের সহপাঠী কামরুল হোসেন বলেন, ‘গোয়েন্দা পুলিশের কার্যকলাপে আমরা অনেকটাই আশ্বস্ত। পুরোপুরি তদন্ত তো এখনও শেষ হয়নি। এখনও চার্জশিট দেওয়া হয়নি। উনারা এখন পর্যন্ত অনেক কাজ করেছেন, সে জন্য আমরা কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। মৃত্যু নিয়ে পরিষ্কার কোনও মোটিভ আমাদের কাছে নেই। উনারা কিছু জিনিস আমাদের সামনে উপস্থাপন করেছেন, যা সারকামসটেনশিয়াল এফিডেন্স বলা যায়। আত্মহত্যায় মনে হতে পারে কিন্তু কংক্রিট কোনও তথ্য তারা দিতে পারেনি আত্মহত্যা সম্পর্কে।’

এ ঘটনার প্রেক্ষিতে এখন সহপাঠীদের পক্ষ থেকে কী ধরনের কর্মসূচি পালন করা হবে বা কোনও কর্মসূচি পালন হবে কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কয়েকজন মিলে গোয়েন্দা কার্যালয়ে এসে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এখন আমরা গোয়েন্দা কার্যালয় থেকে গিয়ে বুয়েটে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করব। পরে তাদের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্ত আসে, তা গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘ফারদিনের মৃত্যুর ঘটনার বিষয়টি আমরা ৩৮ দিন ধরে তদন্ত করেছি। এর আগেও বেশ কয়েকবার গণমাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়ে আমরা কথা বলেছি, তার মানসিক স্বাস্থ্যের কথা বলা হয়েছে। রামপুরায় তার বান্ধবী বুশরাকে নামিয়ে ফারদিন একা একা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরেছিল। তার সঙ্গে কেউ ছিল না। আগেও জানানো হয়েছিল সে চানপাড়ায় যায়নি।’

তিনি আরও বলেন, ‘গোয়েন্দা বিভাগের তদন্তকারী কর্মকর্তারা তদন্তে জানতে পেরেছে, এটি একটি আত্মহত্যার ঘটনা। গত দুই বছর ফারদিন ৫২২টি নম্বরে কথা বলেছে। সেসব ফোন নম্বরের ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের জিজ্ঞাসাবাদ করেছি।’

ডিবি প্রধান বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গোয়েন্দা কার্যালয়ে বুয়েটের ৪০ জন শিক্ষার্থীর সামনে পুরো ঘটনাটি তুলে ধরা হয়েছে। আমরা বিভিন্ন পয়েন্ট তুলে ধরেছি তাদের সামনে, কী কী কারণে সে আত্মহত্যা করেছে। গত দুই বছরে সে সুলতানা কামাল ব্রিজের এখানে যায়নি।’

ফারদিন নূর পরশ ইন্ট্রোভার্ট (আত্মমুখী) ছিলেন উল্লেখ করে হারুন অর রশিদ বলেন, ‘তার এক বান্ধবী ছিল মুমু, তার সঙ্গে কথা হতো তার। মেসেজে দেখা গেছে, ৩০ বছরের অধিক কারও বাঁচার এখতিয়ার বা প্রয়োজন নেই, এমন কথাবার্তা লেখা পয়েছি।’

তদন্তের এই পর্যায়ে এসে হারুন অর রশিদ দাবি করে বলেন, ‘হত্যাকাণ্ডের কোনও ঘটনা ঘটেনি, এটি একটি আত্মহত্যার ঘটনা। কোনও ধস্তাধস্তি চিহ্ন নেই। তার মোবাইল ও ঘড়ি তার সঙ্গে ছিল। এটি একটি আত্মহত্যার ঘটনা। পোস্টমর্টেমে গায়ে কোনও আঘাতের চিহ্ন নেই, এ বিষয়টি সম্পর্কেও আমাদের তদন্ত এসেছে। আত্মহত্যা করবেন, এটা ভেবেই ঢাকা শহরে একা একা ঘুরে বেড়িয়েছে।’

হত্যা মামলার আসামি ফারদিনের বান্ধবী বুশরার বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি আদালতকে অবহিত করা হবে বলেও উল্লেখ করেন হারুন অর রশিদ।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
‘বই খাতা পড়ার টেবিল সব আগের মতোই আছে, শুধু সানি নেই’
‘এমন অযাচিত দুর্ঘটনায় আর কোনও প্রাণ যেন না হারায়’
বুয়েট ছাত্র নাহিয়ানের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসী
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের