X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘রাজধানীর ৪১ ওয়ার্ডে কোনও খেলার মাঠ নেই’

কবি নজরুল কলেজ প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৭

‘বর্তমানে গণপরিসরে পার্ক ও খেলার মাঠে বাণিজ্যিক স্থাপনা তৈরি দিন দিন বেড়ে চলেছে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে উন্মুক্ত স্থানগুলোতে সবার প্রবেশাধিকার নিশ্চিত করা দরকার। পাশাপাশি দেশের সব উন্মুক্ত স্থান চিহ্নিত করে সেগুলোর তালিকা প্রকাশ করা প্রয়োজন। ঘনবসতি ও উন্মুক্ত স্থানের অভাবে ভূমিকম্প হলে আমরা ভয়াবহ দুর্যোগের শিকার হবো। সুতরাং উন্মুক্ত স্থান তৈরি ও সংরক্ষণে আমাদের আরও সচেষ্ট হতে হবে।’

মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স এসোসিয়েশন (বেলা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন, বি-স্ক্যান ও ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ ২৬টি সংগঠনের সম্মিলিত উদ্যোগে কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা।

পার্ক ও খেলার মাঠে নির্মিত ও নির্মাণাধীন সব বাণিজ্যিক স্থাপনা অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে এসব পরিবেশবাদী সংগঠন।

‘রাজধানীর ৪১ ওয়ার্ডে কোনও খেলার মাঠ নেই’

প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বলেন, প্রতিনিয়তই আমরা বায়ু ও শব্দদূষণের শিকার হচ্ছি, যা আমাদের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির কারণ। একই সঙ্গে খোলা স্থানের ঘাটতির জন্য আমাদের শিশুরা তাদের প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমের সুযোগ হারাচ্ছে। পর্যাপ্ত মাঠ-পার্ক নিশ্চিতকরণের মাধ্যমে দূষণরোধ এবং শারীরিক কার্যক্রমের সুযোগ সৃষ্টির মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব।

ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী বলেন, ঢাকা শহর বসবাসযোগ্যতার দিক থেকে প্রায় তলানিতে। মাঠ-পার্ক-উন্মুক্ত স্থান একটি শহরের বাসযোগ্যতার অন্যতম সূচক। সম্প্রতি অনুমোদিত বিশদ অঞ্চল পরিকল্পনায় শহরের বাসযোগ্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় ৫টি বৃহৎ আঞ্চলিক পার্ক, ৫৫টি জলকেন্দ্রিক পার্ক, ১৪টি বৃহৎ ইকোপার্ক এবং ১৪ টি অন্যান্য পার্ক ও খেলার মাঠের বাস্তবায়নের অগ্রাধিকারমূলক প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নে দ্রুত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

‘রাজধানীর ৪১ ওয়ার্ডে কোনও খেলার মাঠ নেই’

এ সময় সভাপতির বক্তব্যে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সভাপতি হাফিজুর রহমান ময়না বলেন, বিশদ অঞ্চল পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর ১২৯টি ওয়ার্ডের মধ্যে ৪১টি ওয়ার্ডে কোনও খেলার মাঠ নেই। শিশুদের বিনোদনের জন্য পর্যাপ্ত খেলাধুলার সুযোগ না থাকায় শিশুদের মধ্যে কম্পিউটার-মোবাইলসহ বিভিন্ন ডিভাইসের প্রতি আসক্তি বেড়ে গেছে। করোনাকালীন অনলাইনে ক্লাস করার কারণে এ সমস্যা আরও ভয়াবহতা ধারণ করেছে। শহরে নতুন নতুন মাঠ-পার্ক-গণপরিসর সৃষ্টির পাশাপাশি বিদ্যমান মাঠ-পার্কের যথাযথ সংস্কার ও সব শ্রেণির মানুষের জন্য প্রবেশাধিকার নিশ্চিত করা হলে এ সমস্যা অনেকটাই সমাধান করা যাবে।

এ ছাড়া কর্মসূচিতে বক্তব্য দেন স্থপতি ইকবাল হাবিব, আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম এ মান্নান মনির, ছায়াতল বাংলাদেশের স্বেচ্ছাসেবী মো. ইমন, ডিজ্যাবিলিটি ডিফারেন্ট প্রোগ্রামের (ডিডিপি) সভাপতি জাকির হোসেন, গ্রিন ভয়েজের সমন্বয়ক আলমগীর কবির, সাইকেলার্স অব বাংলাদেশের প্রেসিডেন্ট সিফাত হারুন, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের জাতীয় কমিটির সভাপতি নাজিমউদ্দিন, টিসিআরসির প্রজেক্ট অফিসার বিভূতিভূষণ মাহাতো, আলোর দিশারীর সভাপতি অধ্যাপক আব্দুল খালেক, ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক বরনী ডালবত।

/এনএআর/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ডিএনসিসি ও চীনের আনহুই প্রদেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী