কোরবানির পশুর চামড়ার দাম বেঁধে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ। গরুর চামড়ার প্রতি বর্গফুট ১২০ টাকা এবং খাসির চামড়া ৭০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে তারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে আনারও দাবি জানানো হয়েছে।
শুক্রবার (৯ জুন) জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির এসব দাবি জানিয়েছেন। দাবি আদায়ে আগামী ১৪ জুন বাণিজ্যমন্ত্রী ও ১৯ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বরাবর স্মারকলিপির কর্মসূচি দেওয়ার ঘোষণা করেন শহিদুল ইসলাম কবির।