X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

চার মৃত্যুর জন্য দায়ী বিদ্যুতের ‘চোরাই লাইন’, ১০ লাখে দফারফার প্রস্তাব!

রিয়াদ তালুকদার
২২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১০

বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জনের মৃত্যু হয়েছে রাজধানীতে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর কমার্স কলেজের পাশে ঝিলপাড় বস্তির বিপরীতে বিদ্যুৎস্পৃষ্টে এই চার জনের প্রাণ যায়। এরপরই বিদ্যুতের অবৈধ সংযোগের বিষয়টি উঠে এসেছে। বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে জানা গেছে, এই দুর্ঘটনার সঙ্গে মিরপুর ২ নম্বরে ডুইপ আবাসিক এলাকার বি ব্লকের ২ নম্বর লেনের একাধিক ট্রান্সফরমার থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার যোগসূত্র থাকতে পারে। অবৈধ সংযোগদানকারীদের পক্ষে ভুক্তভোগী দুই পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে বিষয়টি দফারফার প্রস্তাবও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঝিলপাড় বস্তি থেকে পাশেই আত্মীয়ের বাড়িতে রাতের খাবার খেতে যাওয়ার সময় পরিবারের চার সদস্য জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ঘটনাস্থলে স্বামী মিজান, স্ত্রী মুক্তা, সাত বছর বয়সী লিনার মৃত্যু হয়। পানিতে পড়ে গিয়েও বেঁচে যায় তাদের আরেক সন্তান ছয় মাস বয়সি হোসাইন। তাদের বাঁচাতে এগিয়ে এসে মারা যান রিকশাচালক অনিক।

বিদ্যুতের অবৈধ সংযোগ

এই ঘটনায় অবহেলাজনিত মামলা দায়ের হয়েছে মিরপুর মডেল থানায়। নিহত অনিকের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্তদের বিষয়ে কারও কোনও নাম উল্লেখ করা হয়নি মামলায়। পুলিশ তদন্ত শুরুর কথা জানিয়েছে।

ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, ঝিলপাড়েরর বাসিন্দা লাইলী, শান্তি, সুফি, মোমেন ও আলাউদ্দিন এই পাঁচ জন অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবসার সঙ্গে জড়িত। তবে চার জনের মৃত্যুর ঘটনার পর থেকেই তারা গা ঢাকা দিয়েছে। তবে তাদের পক্ষ থেকৈ নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা যাতে না নেয় সেজন্য ভুক্তভোগী দুই পরিবারকে ১০ লাখ টাকা দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) মিরপুর ২ নম্বর ঝিলপাড় বস্তি ও কমার্স কলেজের আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসার পাশ দিয়ে এবং পাশের আরেকটি ভবনের পাশ দিয়ে ভেতরের দুটি বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। খুঁটি থেকে বিদ্যুতের অবৈধ সংযোগ দেওয়ার পর তারা নিজেরা বিল্ডিংয়ের দেয়ালে প্লাস্টার করে দেয়। লাইনটি ড্রেনের ভেতর দিয়ে নিয়ে ঝিলপাড়ের বস্তিতে সংযোগ দেয়।

বিদ্যুতের অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে অবাধে

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবারটি যখন বাঁচার আকুতি জানাচ্ছিল তখন কেউই সেভাবে তাদের সাহায্যে এগিয়ে যেতে সাহস করছিল না। অনেকেই মোবাইলে ছবি তুলছিল, ভিডিও করছিল। পরবর্তীতে বেশ কয়েকজন হিজড়া ঘটনাটি দেখে পানির দিকে যেতে থাকেন। কিন্তু যখনই পানির বিদ্যুৎ থাকার বিষয়টি জানাজানি হয়ে যায় তখন দ্রুত অবৈধ বিদ্যুৎ সংযোগের লাইনটি খুঁটি থেকে বিচ্ছিন্ন করে দেয় লাইলি। পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে এভাবেই বছরের পর বছর অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে বস্তিবাসীর কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। অবৈধ এসব বিদ্যুৎ সংযোগের বিষয়ে সবাই অবগত, কিন্তু প্রকাশ্যে কেউ মুখ খোলে না। পুলিশ বিদ্যুৎ বিভাগের লোক এলে শুধু অভিযানে সংযোগগুলো বিছিন্ন করে দেওয়া হয়। তারপর আর কিছুই দেখা হয় না। বিচ্ছিন্ন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাইনগুলো আবার জোড়া লেগে যায়। এসব বিষয়ে কেউ কথা বলতে গেলে তাদেরও নানাভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন বস্তিবাসীরা।

ড্রেনের ভেতর দিয়ে নেওয়া হয় বিদ্যুতের অবৈধ সংযোগ

নিহতদের পরিবারের এক সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পর হাসপাতালেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি নিয়ে সামনে না আগানোর জন্য বলা হয় আমাদের। আমরা যেন আইনি কোনও ব্যবস্থা না নেই সেজন্য আমাদের ১০ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়। লাইলী আমাকে এই টাকার অফার দেয়। তবে আমি এ বিষয়টি সবাইকে জানালে তারা আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন আমাকে।

বৃহস্পতিবার  রাতের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সিরাজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক শহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার ভারী বৃষ্টির কারণে যখন রাস্তায় পানি জমে গিয়েছিল, তখন এই পরিবারটি ঝিলপাড় বস্তি হয়ে কমার্স কলেজের দিকে হেঁটে যাচ্ছিল। বৃষ্টির পানিতে বিদ্যুৎ সংযোগ থাকার খবরে পুরো এলাকায় হইচই শুরু হয়। তখনই অবৈধ সংযোগের অন্যতম হোতা লাইলি নিজে এসে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে।

তিনি আরও অভিযোগ করে বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের অন্যতম হোতা হচ্ছে চার জন। তাদের নিয়ন্ত্রণে ঝিলপাড় বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। সুফি, লাইলি, মোমেন ও আলাউদ্দিন- তারা নিজেরা এসব লাইন নিজেদের উপস্থিতিতে সরাসরি লাগিয়েছে। আমি ২০০৭ থেকে এই মাদ্রাসায় শিক্ষকতা করছি। তখন থেকেই আমরা এসব বিষয় দেখে আসছি। বিভিন্ন সময় অভিযোগ করার পরও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে দেখিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কোনও অভিযান করা হলে লাইন বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারপর আবার আগের অবস্থা ফিরে আসে, শুরু হয় তাদের অবৈধ কার্যক্রম।

রাজধানীর মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন বাংলা ট্রিবিউনকে বলেন, এ ঘটনায় অবহেলাজনিত মামলা দায়ের করা হয়েছে। প্রকৃত কারণ অনুসন্ধান করতে তদন্ত চলমান রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত অবৈধ সংযোগ কিংবা অন্য কোনও বিষয়ে সম্পর্কে আমরা অবহিত হতে পানিনি।

বিদ্যুতের অবৈধ সংযোগ

এদিকে শুক্রবার (২২ সেপ্টেম্বর) এই সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, তাদের পরিদর্শন টিম পুরো এলাকা পরিদর্শন করে কোনও এলটি/এইচটি লাইন  ছেঁড়া বা ছেঁড়া বিদ্যুতের তার পায়নি। বিদ্যুৎ বিভাগ আরও বলছে, গ্রাহকের ইন্টারনাল সার্ভিস এর ওয়ারিং ত্রুটির কারণে বৈদ্যুতিক এই দুর্ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

কী হবে ছয় মাসের সেই শিশুটির

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও বোনের মৃত্যু হয়েছে। আর ছয় মাস বয়সী হোসাইনকে প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে নিয়ে আসা হয় ঝিলপাড় বস্তিতে। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন। এ কারণে প্রতিবেশী আমেনার কাছে রাখা হয় হোসাইনকে। একদিকে মানুষের ভিড়, অত্যদিকে প্রচণ্ড গরমে কিছুক্ষণ পরপর কেঁদে উঠছে শিশুটি।

ছোট্ট শিশুটি এখন কোথায় থাকবে, কার কাছে থাকবে, কে নেবে তার বেড়ে ওঠার দায়িত্ব এমন প্রশ্নের জবাবে শিশুটির দাদা (নিহত মিজানের বাবা) নাসির হাওলাদার হতাশা ও ক্ষোভ জানিয়ে বাংলা ট্রিবিউনকে বলেন, আমার সন্তান এবং পরিবারের সদস্যদের হারিয়ে আমি কী বলবো কিছু বুঝে উঠতে পারছি না। আমার সবই শেষ হয়ে গেছে। আমার ছয় মাস বয়সী যে নাতি রয়েছে তাকে পিরোজপুর নিয়ে যাব। সেখানে তার দাদী এবং আমার ছোট মেয়ে রয়েছে। তারাই আমার এই ছোট নাতিকে কোলে পিঠে করে বড় করবে। 

ছবি: প্রতিবেদক।

আরও পড়ুন-

মিরপুরে বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু: ঘটনাস্থলে কোনও ছেঁড়া তার পায়নি বিদ্যুৎ বিভাগ

/এফএস/
সম্পর্কিত
বুদ্ধ পূর্ণিমায় ঢাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
‘বিদ্যুতের অবকাঠামো ও সংযোগে অগ্রগতি হলেও গঠনগত সমস্যা রয়েছে’
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে চট্টগ্রামে বিক্ষোভ
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর বাড়ির অভিমুখে পুলিশ, এলাকাবাসীর বাধা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ