X
বুধবার, ০৯ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

পান্তের ইতিহাস, রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় হেডিংলি টেস্ট

  বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ জুন ২০২৫, ০০:৩৭আপডেট : ২৪ জুন ২০২৫, ০০:৩৮

হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩৪ রান করেছিলেন ঋষভ পান্ত। দ্বিতীয় ইনিংসে আবার স্পর্শ করেছেন তিন অংক। ওয়ানডে মেজাজে খেলেছেন ১১৮ রানের ইনিংস। আর তাতে দুই ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাসে নাম লিখিয়েছেন ভারতের উইকেটকিপার ব্যাটার। পান্তর সেঞ্চুরির আগে লোকেশ রাহুল ১৩৭ রানের ইনিংস খেলেছেন। তাদের ব্যাটে ভর করেই ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্য দিতে পারে ভারত। চতুর্থ দিন শেষে ম্যাচের যা অবস্থা তাতে করে ভারতের দিকেই ম্যাচ হেলে আছে! তবে ইংল্যান্ডকে জিততে হলে শেষ দিনে ৩৫০ রান করতে হবে। সবকিছু মিলিয়ে শেষ দিনে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষাতে হেডিংলি টেস্ট।

সোমবার ২ উইকেটে ৯০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। রাহুল ৪৭ ও শুবমান গিল ৫ রান নিয়ে ক্রিজে নামেন। শুবমান আরও ৪ রান যোগ করে আউট হলেও রাহুল সেঞ্চুরি তুলে নেন। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নেওয়ার পর শেষ অব্দি আউট হন ১৩৭ রানে। বাকি ব্যাটারদের কেউই ইংলিশ বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি। একজন ছিলেন ব্যতিক্রম। প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে পান্তের ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। হাফসেঞ্চুরি স্পর্শ করেন ৮ চারে ৮৩ বল খেলে। তবে পরের ৫০ রান তুলতে খেলেছেন মাত্র ৪৭টি বল। শেষ পর্যন্ত সেঞ্চুরি ছুঁয়ে গড়ে ফেলেন কীর্তি। ৭৯তম ব্যাটার হিসেবে ক্রিকেটের অভিজাত সংস্করণে যা ৯৭তম ঘটনা। উইকেটকিপার হিসেবে টানা দুই ইনিংসে সেঞ্চুরির ঘটনা দ্বিতীয়বার। ২০০১ সালে অ্যান্ডি ফ্লাওয়ারের কীর্তির ২৪ বছর পর নাম উঠল এই ভারতীয় উইকেটকিপার ব্যাটারের। তবে ভারতের ব্যাটার হিসেবে একটা জায়গায় ইতিহাস গড়েছেন তিনি। ইংল্যান্ডে একই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া প্রথম ভারতীয় ব্যাটার তিনি। 

দুই সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ভারত ৩৬৪ রানে অলআউট হয়েছে। আগেই ৬ রানের লিড থাকায় স্বাগতিক ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্য দিতে পারে ভারত।

ইংলিশ বোলারদের মধ্যে জশ টাং ও ব্রাইডন কার্স প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করেছেন। শোয়েব বশির নেন দুটি উইকেট।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে শেষ বিকালে ইংলিশরা কোনও উইকেট না হারিয়ে ২১ রান নিয়ে দিন শেষ করেছে। জিততে তাদের করতে হবে আরও ৩৫০ রান। হেডিংলিতে এই রান চেজ করার ইতিহাস থাকলেও শেষ দিনে এটি বেশ কঠিন। সর্বোচ্চ ৪০৪ রান চেজ হয়েছিল ১৯৪৮ সালে। ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া এই রান চেজ করেছিল। ২০১৯ সালেও ৩৫৯ রান চেজ করেছিল ইংল্যান্ড। সবমিলিয়ে পুরনো অভিজ্ঞতা থাকলেও ভারতের বোলিংয়েল বিপক্ষে চলমান এই টেস্ট জয় সহজ হবে না। জ্যাক ক্রলি (১২) ও বেন ডাকেট (৯) রান নিয়ে মঙ্গলবার পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামবেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান করেছে। জবাবে ইংল্যান্ড অলআউট হয়েছে ৪৬৫ রানে। ৬ রানের লিড নিয়ে ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের বিপক্ষে নেই শাদাব, হারিস
টেস্ট ইতিহাসে যেখানে মুল্ডারই ‘প্রথম’
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বশেষ খবর
স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও রোগীকেন্দ্রিক করার পরামর্শ
স্বাস্থ্যসেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও রোগীকেন্দ্রিক করার পরামর্শ
শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
শাহজালালে এপিবিএনের হাতে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুই চোরাকারবারি গ্রেফতার
যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশি পণ্য, রফতানিতে ধসের আশঙ্কা
যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের মুখে বাংলাদেশি পণ্য, রফতানিতে ধসের আশঙ্কা
শুল্ক কার্যকরে আগস্টের সময়সীমা পেছাবে না: ট্রাম্প
শুল্ক কার্যকরে আগস্টের সময়সীমা পেছাবে না: ট্রাম্প
সর্বাধিক পঠিত
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
৩ দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
‘সুড়ঙ্গ’, ‘দাগি’, ‘তাণ্ডব’ পেরিয়ে ‘দম’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
ভেঙে ফেলা হচ্ছে ‘বিজয় চত্বর’, হবে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’
ফারজানা রুপা ও শাকিলকে গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিয়েছে সরকার
ফারজানা রুপা ও শাকিলকে গ্রেফতারের বিষয়ে জাতিসংঘকে ব্যাখ্যা দিয়েছে সরকার
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি
মিয়ানমারের বিরল খনিজ ঘিরে চীনের হুমকি