বিএনপির যুগ্ম সম্পাদক হাবিব উন নবী খান সোহেল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ ১৪ জনকে এক বছর ৬ মাস করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। রাজধানীর নিউমার্কেট থানায় পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার রায় ঘোষণা করা হয়।
সোমবার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রায়ে আসামিদের প্রত্যেককে দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দণ্ডবিধি ৩২৩ ধারায় এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাদের প্রত্যেককে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আসামি হাবিব উন নবী খান সোহেলের আইনজীবী জাকির হোসেন জুয়েল ও রফিকুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে নিউমার্কেট ও নীলক্ষেত এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আসামিরা।
এ ঘটনায় নিউমার্কেট থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
এরপর দণ্ডবিধি ১৪৩ ও ৩২৩ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালতে সাক্ষ্য দেন পাঁচ জন।
আরও পড়ুন:
প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর মামলায় মির্জা ফখরুল গ্রেফতার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আটক
জিজ্ঞাসাবাদ শেষে মির্জা ফখরুলকে বাসায় পৌঁছে দেওয়া হবে, আশা তার স্ত্রীর
অবিলম্বে আব্বুর মুক্তি চাই, বাংলা ট্রিবিউনকে শামারুহ মির্জা
মির্জা ফখরুলকে গ্রেফতার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অন্তরায়, বললেন ৬৮ বিশিষ্টজন