X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

খাল-লেক পরিষ্কারের দায়িত্ব কার?

আবির হাকিম
২৬ মার্চ ২০২৪, ২৩:৫৯আপডেট : ২৬ মার্চ ২০২৪, ২৩:৫৯

ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি এবং দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে রাজধানীর হাতিরঝিল এখন মশা উৎপাদনের সবচেয়ে বড় জায়গা। হাতিরঝিল ছাড়াও উত্তরা খাল, গুলশান ও বারিধারা লেকেরও একই দশা। এ চারটি জলাধারের মালিক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) হলেও দীর্ঘদিন ধরে এগুলো পরিষ্কারের কোনও উদ্যোগ নিচ্ছে না সংস্থাটি। রাজউকের উদাসীনতা এবং স্থানীয় জনসাধারণের ভোগান্তির কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখন এসব লেক ও খালে পরিচ্ছন্নতা ও মশা নিধনে অভিযান চালাচ্ছে।

সরেজমিন দেখা গেছে, হাতিরঝিলের দুই পাড়েই নানা ধরনের ময়লা আবর্জনার পাশাপাশি পানি থেকেও আসছে উৎকট গন্ধ। সর্বশেষ ২০২২ সালে ডিএনসিসি এখানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালালেও এরপর প্রায় দুই বছরে হাতিরঝিল পরিষ্কারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

উত্তরা ১২ নম্বর সেক্টরের রাজউক খালে প্রচুর কচুরিপানা থাকায় আশপাশের এলাকায় কিউলেক্স মশা ব্যাপক বেড়ে গেছে। এই খালটিতে রাজউকের পাশাপাশি ওয়াসারও মালিকানা রয়েছে। ডিএনসিসির পক্ষ থেকে মশা নিধনের জন্য মাঝেমধ্যে ওষুধ ছিটানো হলেও খালের কচুরিপানা থেকে আবার মশা জন্মায়। স্থায়ী সমাধানের জন্য খাল পরিষ্কারের বিকল্প না থাকলেও রাজউক বা ওয়াসা কেউই গত তিন বছরে এই খালটি পরিষ্কারের উদ্যোগ নেয়নি।

গুলশান ও বারিধারা লেকের পাড়ে গিয়ে দেখা গেছে, পাশেই গুলশান জামে মসজিদ। মসজিদের মুসল্লিরা জানান—লেকের দূষিত পানির দুর্গন্ধ মসজিদে আসে। দুর্গন্ধে টেকা যায় না। গুলশান সোসাইটি ও বারিধারা সোসাইটির নেতারা এ পরিস্থিতিতে ডিএনসিসি মেয়রের কাছে আবেদন জানালে গত মাসে এ লেক দুটি পরিষ্কার করা হয়।

গুলশান লেকে চলছে পরিচ্ছন্নতা অভিযান

ডিএনসিসি সূত্রে জানা গেছে, হাতিরঝিল, উত্তরা খাল, গুলশান লেক ও বারিধারা লেক রাজউকের মালিকানাধীন হলেও ডিএনসিসিকেই এগুলো পরিষ্কার করতে হয়। এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের নিয়মিত কার্যক্রম হিসেবে কিউলেক্স মশা নিধনে আমরা খাল ও জলাধার পরিষ্কার কার্যক্রম শুরু করেছি। কিন্তু এ এলাকায় রাজউকের মালিকানাধীন জলাধারগুলো তারা পরিষ্কার না করায় মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে ডিএনসিসি থেকে পরিষ্কার করা হচ্ছে।’ ফিদা হাসান জানান, ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি গুলশান ও বারিধারা সোসাইটি, স্থানীয় ছয়টি স্কুলের শিক্ষার্থী এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এসব পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে।

রাজউক বলছে, হাতিরঝিলসহ তাদের মালিকানাধীন জলাধারগুলোতে দুর্গন্ধ দূর করতে মাঝে মধ্যে ওষুধ ছিটানো হলেও কখনও বড় আকারে পরিচ্ছন্নতার জন্য উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া সামনের ডেঙ্গু মৌসুমের আগেও এসব জলাধার পরিষ্কার করতে রাজউকের কোনও কর্মসূচি নেই বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি) মো. কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, হাতিরঝিলের পানি পরিষ্কার রাখতে নিয়মিতই ওষুধ ছিটানো হয়। এ ছাড়া রাজউকের মালিকানাধীন অন্যান্য জলাধারে দুর্গন্ধ হলে সেখানেও কেমিক্যাল ছিটানো হয়। এর বাইরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কোনও উদ্যোগ রাজউকের নেই।

গুলশান লেক পরিষ্কার করছেন স্বেচ্ছাসেবী কর্মীরা এদিকে হাতিরঝিলসহ রাজউকের মালিকানাধীন জলাধারগুলো নিয়মিত পরিষ্কার না করায় পার্শ্ববর্তী এলাকার মানুষের ভোগান্তি ও ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ও অধ্যাপক ড. কবিরুল বাসার বলেন, ‘খাল ও লেক পরিষ্কার না করায় এসব এলাকায় ডেঙ্গু মৌসুমে ঝুঁকি বেড়ে যায়। এর বাইরে দুর্গন্ধযুক্ত দূষিত এসব পানি জীববৈচিত্র্য ও শহরের পরিবেশের জন্যও হুমকি তৈরি করছে।’

হাতিরঝিল ও অন্যান্য জলাধার প্রসঙ্গে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, উত্তরা খাল এবং গুলশান ও বারিধারা লেক ডিএনসিসির কাছে হস্তান্তর করে দেওয়ার জন্য রাজউককে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এগুলো রাজউকের অধীনে থাকায় ডিএনসিসি চাইলেই নিজেদের মতো করে পরিষ্কার করতে পারছে না।

ডিএনসিসির মেয়র বলেন, ‘খাল ও লেকগুলো আমাদের হস্তান্তর করলে এগুলো পরিষ্কার করে নান্দনিক পরিবেশ করার পরিকল্পনা আছে। এখানে ওয়াটার বোট চলবে, মাছের চাষও সম্ভব হবে। কিন্তু তার জন্য অবশ্যই পয়ঃবর্জ্যের দূষিত পানি খালে আসা বন্ধ করতে হবে। ওয়াসা ও রাজউককে এগিয়ে আসতে হবে। সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফুটপাত দখল করে ব্যবসা চালালে ট্রেড লাইসেন্স বাতিল: ডিএনসিসি প্রশাসক
মিরপুর ৬০ ফিট রাস্তা সংস্কারে ৮ পয়েন্টে বাধা, ঈদের আগেই সমাধানের চেষ্টা ডিএনসিসির
মাঠ, পার্ক ও জলাধার রক্ষায় ঈদের পর ডিএনসিসি-রাজউকের যৌথ অভিযান
সর্বশেষ খবর
লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল
লিভারপুলকে হারিয়ে ৫৬ বছরের ট্রফি খরা ঘুচালো নিউক্যাসেল
৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!
৭২ ঘণ্টার কম বিরতিতে আবার দুই ম্যাচ খেলতে হবে রিয়ালকে!
সাবেক এমপি ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক এমপি ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
সর্বাধিক পঠিত
দ্রব্যমূল্য কীভাবে কমলো, জানালেন প্রেস সচিব
দ্রব্যমূল্য কীভাবে কমলো, জানালেন প্রেস সচিব
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা জব্দ করলো সিআইডি
প্রথমবারের মতো ভার্চুয়াল মুদ্রা জব্দ করলো সিআইডি
তুলসী গ্যাবার্ড দিল্লিতে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ
তুলসী গ্যাবার্ড দিল্লিতে, দোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ
৫ আগস্টের পর ফেরেন দেশে, খুন হলেন নিজ দলের কর্মীদের হাতে
৫ আগস্টের পর ফেরেন দেশে, খুন হলেন নিজ দলের কর্মীদের হাতে