X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

রাজধানীর বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৪, ২০:৪৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ২০:৪৮

বাংলা পঞ্জিকা শুরু বৈশাখ দিয়ে। আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩১ বঙ্গাব্দ। বাঙালি জাতির বহু অপেক্ষার একটি দিন। প্রতি বছর দিনটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে উদযাপিত হয়। এবারও বাংলা নববর্ষের প্রথম দিনে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বসে বৈশাখী মেলা।

নগরবাসী বলছে, এ বছর ঢাকায় বৈশাখী মেলা তুলনামূলক কম বসেছে। ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এমনটি হয়েছে বলে মনে করছেন তারা। ধানমন্ডির রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দী উদ্যান, মানিক মিয়া অ্যাভিনিউ, বনানী, গুলশান, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, লক্ষ্মীবাজার, যাত্রাবাড়ী, দনিয়ায় নববর্ষ উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বৈশাখী মেলার আয়োজন করা হয়।

গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বৈশাখী মেলার আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রবিবার (১৪ এপ্রিল) বিকালে পার্ক ঘুরে দেখা যায়, তরুণ-তরুণী, শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ মেলা উপভোগ করতে আসছেন। মেলায় লোক সংগীত, সাংস্কৃতিক পর্ব, চিত্রকর্মসহ নানা আয়োজন রয়েছে। তবে মেলার প্রধান আকর্ষণ নাগরদোলা কিংবা বায়োস্কোপ না থাকায় আক্ষেপ করেছেন অনেকে।

মঞ্চে চলছে সাংস্কৃতিক পরিবেশনা

আফসানা মিমি নামে এক তরুণী বলেন, ঢাকায় মেলা খুব কম হয়। বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করা হলেও এখানে সেই সাংস্কৃতিক ঐতিহ্যগুলো নেই। শুধু লোক সংগীত ছাড়া তেমন কিছু নেই এই মেলায়। ছোট ছোট বাচ্চাদের মেলার সঙ্গে পরিচয় করিয়ে দিতে মেলায় এসেছেন সামিয়া হক। তিনি বলেন, আমরা ছোটবেলায় মেলায় যা পেয়েছি, এখন আর তা নেই। আমাদের নতুন প্রজন্মকে বাংলার আদি সাংস্কৃতিক ঐতিহ্যগুলো দেখাতে পারছি না। হয়তো গ্রামের মেলাগুলোতে গ্রাম-বাংলার ঐতিহ্য থাকতে পারে। সঞ্চিতা বিন্দু নামে আরেক তরুণী বলেন, মেলা উপলক্ষে আমরা বন্ধুরা একসঙ্গে ঘুরতে পারছি। এটাই আমাদের কাছে অনেক আনন্দের।

পহেলা বৈশাখ উপলক্ষে শুধু খোলা জায়গা নয়, রাজধানীর বিভিন্ন পাঁচতারকা হোটেলেও নানা আয়োজন চলছে। বিশেষ করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁও, র‌্যাডিসন, ওয়েস্টিন, ঢাকা রিজেন্সি, খাজানাসহ কয়েকটি রেস্তোরাঁয় উদযাপিত হচ্ছে নববর্ষ বরণ উৎসব। পাশাপাশি ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, উত্তরা ক্লাবসহ অধিকাংশ ক্লাব নিজস্ব উদ্যোগে দিনটি পালন করছে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যু: ময়নাতদন্তে বিষক্রিয়ার সন্দেহ
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক