রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার (১৫ জুলাই) বিকাল ৪টার দিকে মানববন্ধন শুরু করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)। সাড়ে ৪টার দিকে সাধারণ নারী সমাজের ব্যানারে একদল নারী তাদের সামনে এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ জিসপের সদস্যদের অন্য পাশে সরিয়ে নেন। সেখানে তাদের অনুষ্ঠান করতে অনুরোধ জানান।
সোমবার প্রেসক্লাবে সামনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে জিসপ আয়োজিত মানববন্ধনে এ ঘটনা ঘটে।
এ সময় নারী কোটা পুনর্বহালের দাবিতে সাধারণ নারী সমাজের ব্যানারে স্লোগানরত নারী নেত্রীদের কাছে জিজ্ঞেস করা হলে তারা জানান, তারা যুব মহিলা লীগের সদস্য।
সরদার বুলবুল আহমেদ বলেন, ‘দুটি দল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে এলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছিল। তারা মুখোমুখি অবস্থান করেছিল। পরে এসে বিষয়টি দেখে তাদের শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করতে বলি। তারা পুলিশের প্রতি সম্মান রেখে আলাদা জায়গায় প্রোগ্রাম করেন। আমরা সবসময় চেষ্টা করি, সবাই যেন আইনশৃঙ্খলা মেনে তাদের মতামত প্রেসক্লাবের সামনে প্রকাশ করতে পারেন।’
নারী নেত্রীরা যুব মহিলা লীগের সদস্য কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা নারী কোটা পুনর্বহালের দাবিতে এসেছিল সাধারণ নারী সমাজের ব্যানারে। সেভাবে আমরা তাদের পরিচয় চিহ্নিত করতে পারিনি।’