X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

যাত্রাবাড়ীতে দুই বোনকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ২২:৪৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ২২:৪৫

রাজধানীর যাত্রাবাড়ীতে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অটোরিকশাচালক রেজাউল করিমকে (৬০) হাতেনাতে আটকের পর পুলিশে দিয়েছেন প্রতিবেশীরা।

বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে ভুক্তভোগী শিশুদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রেজাউল করিমকে আটক করা হয়েছে। সে-ই শিশু দুটিকে ধর্ষণ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রতিবেশীরা আটকের পর তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করেছে। মামলায় রেজাউলকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

শিশুদের মা জানান, তিনি রাস্তায় পিঠা বিক্রি করেন। তাদের বাবা খিচুড়ি বিক্রি করেন। বুধবার রাতে তারা কাজে ছিলেন। তখন একই ভবনের নিচতলার ভাড়াটিয়া রেজাউল করিম বাসায় ঢুকে দুই মেয়েকে ধর্ষণ করে। দুই শিশুর চিৎকারে প্রতিবেশীরা এসে রেজাউলকে নগ্ন অবস্থায় দেখতে পায়। তখন তাকে আটক করে পুলিশের খবর দেন তারা। খবর পেয়ে বাবা-মা বাসায় গিয়ে দুই মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, তারা ওই বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকেন। তাদের তিনটি মেয়ে। বড় মেয়ের বয়স ১৬ এবং মেজো মেয়ের বয়স ৮। তারা দুজনই বাকপ্রতিবন্ধী। ছোট মেয়েটি সুস্থ। ধর্ষক রেজাউল আগে তৃতীয় তলায় তাদের পাশের ফ্ল্যাটে থাকতেন। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় বাড়িওয়ালার মাধ্যমে তাকে সেখান থেকে সরিয়ে নিচতলার ফ্ল্যাটে দেওয়া হয়। এরপরও ফাঁকা পেলে সে বিভিন্ন অজুহাতে তাদের বাসায় যেতেন।
 
এ ঘটনায় রেজাউলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী শিশু দুটির বাবা-মা।
 
এ প্রসঙ্গে  ঢাকা মেডিক্যাল ওসিসির সমন্বয়কারী ডা. সাবিনা ইয়াসমিন জানান, বুধবার দিবাগত মধ্য রাতে শিশু দুটিকে পুলিশের মাধ্যমে হাসপাতালে নিয়ে আসা হয়। আজ তাদের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। এখনও রেজাল্ট আসেনি। তবে প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে তারা ধর্ষিত হয়েছে। শিশুরা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা খুবই ভয় পাচ্ছে। নিয়মিত কাউন্সিলিং করানো হবে।

/কেএইচ/এমওএফ/আরআইজে/
সম্পর্কিত
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার আরও ১২৫৫
সর্বশেষ খবর
পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
নিজের বিভাগের উন্নতি না করে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম 
নিজের বিভাগের উন্নতি না করে বোর্ডে আসার প্রয়োজন নেই: তামিম 
গাজীপুরে পুড়ে গেছে ২৫ ঝুটগুদামের মালামাল
গাজীপুরে পুড়ে গেছে ২৫ ঝুটগুদামের মালামাল
অর্থ উপদেষ্টা ইতালি গেছেন
অর্থ উপদেষ্টা ইতালি গেছেন
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার