আসন্ন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির নিরাপত্তাসহ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি সংস্থা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে এ সভা আয়োজন করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে এবারের শহিদ দিবস ভিন্ন এক প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে, তাই নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা হয়েছে।
সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সভায় ডিএমপি কমিশনার বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়াতে হবে।
তিনি জানান, কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহায়তা দেবে ডিএমপি। এ বিষয়ে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় রাখা হবে।
সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা নিজ নিজ দৃষ্টিকোণ থেকে মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।
সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস.এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম। এছাড়াও যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।