X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী ১১ দফা দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২১

ধর্ষণসহ সকল অপরাধের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং অপরাধীদের পরিচয় প্রকাশসহ ১২ দফা দাবি জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তারা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে অন্যতম ছিল নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ সংশোধন করে ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড নির্ধারণ করা। এছাড়া, ভিকটিমের গোপনীয়তা রক্ষায় একটি গোপন তদন্ত ব্যবস্থা চালুর আহ্বান জানানো হয়, যেখানে সর্বোচ্চ সুরক্ষা বজায় রেখে সংবেদনশীল তদন্ত কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আরও বলেন, ধর্ষণের বিচার নিশ্চিত করাসহ অভিযোগকারীকে দীর্ঘমেয়াদি সুরক্ষা, আইনি সহায়তা এবং সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। একইসঙ্গে যৌন নিপীড়ন ও ধর্ষণের শিকার নারীদের জন্য মানসিক হাসপাতালগুলোতে বিশেষায়িত মানসিক স্বাস্থ্যসেবা ও ট্রমা কেন্দ্র চালুর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

প্রশাসনিক সংস্কারের দাবি জানিয়ে তারা বলেন, প্রতিটি থানায় প্রশাসনিক ও মাঠপর্যায়ের বাহিনীর সংখ্যা বাড়াতে হবে এবং শুধুমাত্র ধর্ষণের মামলার বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এছাড়া, গুরুত্বপূর্ণ পদ যেমন ওসি ও অন্যান্য শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার দাবিও তোলেন তারা।

শিক্ষার্থীদের দাবি, প্রতিটি থানার অধীনে ওয়ার্ড বা এলাকাভিত্তিক ২৪ ঘণ্টার আনসার বা সমপর্যায়ের বাহিনীর টহল ব্যবস্থা করতে হবে এবং সম্পূর্ণ এলাকাকে সিসিটিভির আওতায় আনতে হবে। পাশাপাশি, প্রতিটি এলাকায় নারী ও শিশুবান্ধব শাখা চালু করে অভিযোগ দায়ের প্রক্রিয়াকে সহজ করতে হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিচার বিভাগ ও প্রশাসনিক কার্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার আহ্বান জানান। তারা বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং ভিকটিমদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়াই এ দাবিগুলোর মূল লক্ষ্য।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
শহীদকন্যার ধর্ষণের ডাক্তারি প্রতিবেদনে ৩ জনের আলামত, গ্রেফতার হয়নি ‌‘মূলহোতা’
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলায় ৩ চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ
চার বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৫)
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
ডি ব্রুইনার গোলে তিনে ম্যানসিটি
‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার