X
রবিবার, ০৪ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ এপ্রিল ২০২৫, ০১:৪৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০১:৪৯

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটকের বিষয়ে থানায় ফোন দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন হোসেনকে শোকজ করেছে ছাত্রদল মহানগর উত্তর। কিন্তু প্রকৃত ঘটনা এমন নয় এবং ভুল তথ্যে তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন রিপন হোসেন।

থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা রকিবুল ইসলামকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। রকিবুল নর্দার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। তাকে ছাড়িয়ে নিতে ওসির রুমে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি গ্রুপ অবস্থান নেন। তাকে না ছাড়লে রেলপথ অবরোধ করার হুমকি দেন তারা। খবর পেয়ে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি থানায় ফোন দিয়ে বলেন, আটক হওয়া ব্যক্তি যদি ছাত্রলীগের নেতা হয়ে থাকেন তাহলে কোনোভাবেই তাকে ছাড়া যাবে না।

রিপন হোসেন জানান, মূলত ছাত্রলীগ নেতাকে ছাড়ানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে কয়েকজন থানায় গিয়ে আটক ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিতে বলেন। এ ঘটনায় থানায় উত্তেজনা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে রিপন ওসিকে ফোন দিয়ে বলেন, আটককৃত ছাত্র যদি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকে তাহলে তাকে কোনোভাবেই ছাড়া যাবে না। কিন্তু তার ফোন দেওয়ার ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়। বলা হয়, ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতার ফোন করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিমা আক্তার বলেন, ‘ছাত্রদল সভাপতি রিপন আটক ছাত্রলীগ নেতাকে ছাড়তে বলেননি। কয়েকজন ছাত্র অনুরোধ করেছিল।’

এ বিষয়ে বিমানবন্দর ছাত্রদল সভাপতি রিপন বলেন, ‘ছাত্রলীগের নেতাকে না ছাড়ার জন্য ফোন দিয়েছি, সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। ভুল তথ্যে আমাকে শোকজ করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
পল্টনে সাব্বির টাওয়ারে আগুন
সর্বশেষ খবর
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
পল্টনে ভবনে আগুন: প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৭৪
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনালের মাঠে জিতে বোর্নমাউথের ইতিহাস
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
আর্সেনাল ম্যাচের ১০ জনকে বেঞ্চে রেখে লিগে টানা হার পিএসজির
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন