X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করছেন না তথ্য আপারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৮:২৩আপডেট : ২৩ জুন ২০২৫, ১৮:২৩

আন্দোলনরত ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করছেন বলে মন্তব্য করেছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। গত বৃহস্পতিবার (১৯ জুন) করা উপদেষ্টার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ‘তথ্য আপা’ প্রকল্পের অনশন আন্দোলন কমিটির সভাপতি সংগীতা সরকার বলেছেন, সরকারকে 'ব্ল্যাকমেইল' করছে না তথ্য আপারা।

সোমবার (২৩ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে নিজেদের দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে পালিত লাগাতার অবস্থান কর্মসূচিতে তিনি এই কথা বলেন।

সংগীতা সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বৃহস্পতিবার (১৯ জুন) আমরা উপদেষ্টার সঙ্গে মিটিং করতে গিয়েছিলাম। দুই জন মা তার বাচ্চাকে নিয়ে এখানে (মিটিংয়ে) এসেছিল, সেটাকে ধরে উপদেষ্টা এই কথা বলেছেন। এখন একজন কর্মজীবী মা, যার কোলে বাচ্চা আছে, তার বাচ্চাটা রেখে আসার অবস্থা নাই। তাই সে বাচ্চাকে এখানে নিয়ে আসে। তারচেয়েও বড় কথা কথা হচ্ছে আমরা যারা পড়াশোনা করে এখানে আসছি তারা তো সার্টিফিকেটটা কাজে লাগাতে চাইবো; তাই না? আমি কেন চাকরি করবো না, আমি কেন ঘরে বসে থাকবো? এখন তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সে তার বাচ্চা নিয়ে আসতে পারবে না? এখানে সরকারকে ব্ল্যাকমেইল করার কী হলো?’ 

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে তথ্য আপা প্রকল্পের আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে তথ্য আপাদের উদ্দেশে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, ‘তোমরা যে সরকারের থেকে এত সাহায্য চাইছো সেই সরকারকে বিব্রত করা থেকে শুরু করে, কোণঠাসা করা, ব্ল্যাকমেইল করা– সবই করছো। এটাকে বলে ব্ল্যাকমেইল।’

এদিকে আজ সংগীতা সরকার বলেন, ‘বাংলাদেশের একমাত্র ডিপার্টমেন্টই আমরা; যেখানে সব কর্মকর্তা-কর্মচারী নারী এবং কাজ করছে নারীদের নিয়ে। এতগুলো নারীকে যখন সরকার কোনও কারণ ছাড়াই স্যাক করবে তখন কিন্তু গ্রাম-গঞ্জের যে নারীরা আমাদের আইডল মনে করে তারা কাজে আসতে চাইবে না, ডিমোটিভেট হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৯ জুন উপদেষ্টার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমাদের দুইটি দাবি নিয়ে। তিনি আমাদের একটি দাবি শুনে পরের দাবি আর শুনলেনই না। সেখানে অন্যান্য সচিবরাও ছিলেন। তবে আমরা বলতে চাই, দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই আছি। আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।’

তাদের দুই দফা দাবি হলো-পদ সৃজনপূর্বক কর্মরত সব জনবলকে রাজস্বখাতে স্থানান্তর করা এবং কর্তনকৃত বেতন ও অন্যান্য ভাতাগুলো ফেরত দেওয়া।

উল্লেখ্য, দুই দফা দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ২৭ মে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা।

 

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে আহত সেই শিক্ষার্থীর মৃত্যু
বনানীতে পথশিশুকে ধর্ষণের অভিযোগ
আবাসিক হোটেলে নিয়ে ১২ বছরের শিশুকে হত্যা
সর্বশেষ খবর
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফিল্ম আর্কাইভে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফিল্ম আর্কাইভে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্বোধন
এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ সদর দফতর পরিদর্শন
এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ সদর দফতর পরিদর্শন
‘একটি দল ৫ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে চায়’
‘একটি দল ৫ আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে চায়’
সিরিয়ার সুইদায় ইসরায়েলের হামলা, দ্রুজদের রক্ষার অঙ্গীকার নেতানিয়াহুর
সিরিয়ার সুইদায় ইসরায়েলের হামলা, দ্রুজদের রক্ষার অঙ্গীকার নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
পাকিস্তানে খিলাফত প্রতিষ্ঠার জিহাদে সক্রিয় বাংলাদেশি কয়েকজন, একজন গ্রেফতার
পাকিস্তানে খিলাফত প্রতিষ্ঠার জিহাদে সক্রিয় বাংলাদেশি কয়েকজন, একজন গ্রেফতার