X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নদীর পেটে যাচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর

আনিসুর রহমান স্বপন, বরিশাল
২৬ মার্চ ২০১৬, ১৮:৫৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৫

স্বাধীনতার মাত্র ৪৪ বছর পার হয়েছে। কিন্তু যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা, তাদের স্মৃতি আজ ক্রমশ মলিন ও বিলীন হয়ে যাচ্ছে। আর তাই প্রতিষ্ঠার আট বছর পরেও পূর্ণতা পায়নি বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বরং ইতোমধ্যেই নদী ভাঙনে নিশ্চিহ্ন হওয়ার পথে প্রতিষ্ঠানটি।

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর-১

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ১৯৪৯ সালের ৮ মার্চ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গম আগরপুর ইউনিয়নের রহিমগঞ্জে। তার বাবার নাম আবদুল কাদের, মায়ের নাম সাফিয়া খাতুন।

তিনি ১৯৬৭ সালে পাকিস্তান সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন পান।

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

১৯৭১ সালের জুলাই মাসে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে এসে চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরে যোগ দেন।

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর

বিজয়ের মাত্র দুদিন আগে ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রেহাইচর এলাকায় সম্মুখ যুদ্ধের সময় শত্রু বাহিনীর হাতে শহীদ হন এ বীর মুক্তিযোদ্ধা।

তার মরদেহ উদ্ধার করে ঐতিহাসিক ’সোনা মসজিদ’ প্রাঙ্গনে দাফন করা হয় এবং মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি ’ বীরশ্রেষ্ঠ’ উপাধি পান।

নদীর ভাঙন ঠেকানো হয়েছে কোনওমতে। তারপরও ঝুঁকিতে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন যাদুঘর

‘বীরশ্রেষ্ঠ’দের স্মৃতি রক্ষা প্রকল্পের আওতায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিনের গ্রাম রহিমগঞ্জে তার পরিবারের দান করা ৩০ শতাংশ জমির ওপর গড়ে তোলা হয় ‘বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’। জেলা পরিষদের তত্ত্বাবধানে ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ যাদুঘরের উদ্বোধন করা হয় ২০০৮ সালের ২০ মে।

স্মৃতি জাদুঘরে বিভিন্ন সময়ে বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিনের পরিবারকে দেওয়া সরকারি বেসরকারি পদকের পাশাপাশি মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ের চার হাজার বই, মুক্তিযুদ্ধভিত্তিক নানা পোস্টার, সাময়িকী ও পত্রপত্রিকা সংরক্ষিত রয়েছে।

এ সময় বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামানুসারে এলাকার নামকরণ করা হয় ’জাহাঙ্গীর নগর’।

উদ্বোধনী অনুষ্ঠানের সময় বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিনের মা সাফিয়া খাতুন এ দুর্গম এলাকার হতদরিদ্র মানুষের জন্য একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলেন। সে বছরেই তার মৃত্যু হলেও আজও হাসপাতালের দাবিটি বিবেচনায় নেনয়নি সরকার।

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর যাদুঘরের অভ্যন্তর ভাগ

বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিনের নামে সেখানে চার বছর আগে প্রতিষ্ঠিত একটি বেসরকারি কলেজ ভালো ফলাফল করা সত্ত্বেও অদৃশ্য কারণে এখনও তা এমপিওভুক্ত হতে পারেনি।

বীরশ্রেষ্ঠের ভাই এবং ওই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মঞ্জুর রহমান বাচ্চু জানান, স্মৃতি জাদুঘরে যদি কিছু স্মৃতি না থাকে তাহলে জাদুঘর করার মানে কী? মহিউদ্দিন জাহাঙ্গীর যেসব স্থানে যুদ্ধ করেছেন, সেসব স্থানের ছবি স্থাপন করার জন্য অনুরোধ করেও আজ পর্যন্ত সাড়া পাওয়া যায়নি। ওইসব ছবি থাকলে মানুষ তার অবদানের কথা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারত। এসব অপূর্ণতার কারণেই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে পাঠক এবং দর্শনার্থী নেই বললেই চলে।

গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের জন্য কোনও স্থায়ী জনবল কাঠামো নেই বলে জানান প্রতিষ্ঠানের কেয়ারটেকার কাম লাইব্রেরিয়ান বীরশ্রেষ্ঠ’র চাচাতো ভাই সিদ্দিকুর রহমান।

তারা দুজনই আশঙ্কা প্রকাশ করে বলেন, গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এখন সুগন্ধা নদীর তীব্র ভাঙন কবলিত। ভাঙন প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষা মৌসুমেই এ প্রতিষ্ঠানের অস্তিত্ব নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি

 গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর দেখতে আসা দর্শনার্থী আগরপুর ডিগ্রি কলেজের ছাত্রী আফসানা আক্তার জানান, একজন বীরশ্রেষ্ঠের নামে স্মৃতি জাদুঘর এতো কম পরিসরে হতে পারে না। জাদুঘরটি আরও সম্প্রসারিত এবং এলাকাটি দুর্গম হওয়ায় যাতায়াতের সুব্যবস্থা করা প্রয়োজন।

বীরশ্রেষ্ঠের ভাতিজা কলেজছাত্র সাব্বির  হোসেন জানান, এই প্রতিষ্ঠানটি করার পর এলাকায় শিক্ষা, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রসার ঘটেছে। এখানে মুক্তিযুদ্ধভিত্তিক আরও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলে এলাকার ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও বেশি করে জানতে পারবে।

তার পরিবার এ প্রতিষ্ঠানটি আরও আধুনিকায়নের পাশাপাশি সরকারিভাবে এখানে বীরশ্রেষ্ঠের জন্ম ও মৃত্যু বার্ষিকীসহ জাতীয় দিবসগুলো পালনের ব্যবস্থার দাবি জানিয়েছেন।

এছাড়াও বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি কমপ্লেক্সকে মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তুলতে এবং একে নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য অবিলম্বে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা।

/বিটি/টিএন/

m
টাইমলাইন: কেমন আছে গ্রন্থাগারগুলো
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৮
২৬ মার্চ ২০১৬, ১৮:৫৭
নদীর পেটে যাচ্ছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর
সম্পর্কিত
‘নাস্তিকদের’ বই আখ্যা দিয়ে পাঠাগার থেকে ৪০০ বই লুট, পরে ইউএনও কার্যালয়ে জমা
নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার অংশে পরিমার্জন
‘সাময়িক’ বন্ধ হচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
প্রথমবার এশিয়ান কাপ ফুটসালে খেলবে বাংলাদেশ
প্রথমবার এশিয়ান কাপ ফুটসালে খেলবে বাংলাদেশ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খুলনায় ব্লকেড
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খুলনায় ব্লকেড
রাশিয়ার বিজয় দিবস প্যারেডে পুতিনের পাশে শি জিনপিং
রাশিয়ার বিজয় দিবস প্যারেডে পুতিনের পাশে শি জিনপিং
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
পুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত
আবদুল হামিদের দেশত্যাগপুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত