X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পুরনো রূপে ফিরছে ঢাকার বায়ু দূষণ

সঞ্চিতা সীতু
০৭ মে ২০২২, ১৯:৩৭আপডেট : ১৯ জুন ২০২২, ১৬:১৬

ঈদের ছুটিতে রাজধানী ঢাকায় বায়ু দূষণ কমলেও শনিবার (৭ মে) আবারও তা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুর মান যাচাই-বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল ইনডেক্স’ এর মাত্রা অনুযায়ী,  ঢাকায় ৩ মে ঈদের দিন যেখানে বায়ু দূষণের মাত্রা ছিল গড়ে ২১ থেকে ৪৫ একিউআই, সেখানে শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১২৯।

ঈদের ছুটির পর বৃহস্পতিবার অফিস খুললেও মানুষের চলাচল ছিল কম। শুক্র ও শনিবার বন্ধ থাকায় আজও চলাচল কম। কিন্তু আগামীকাল রবিবার (৮ মে) থেকে সরকারি-বেসরকারি সব অফিস আদালত, স্কুল-কলেজ খুলে যাচ্ছে। ফলে রাজধানীতে আগের মতো বাড়বে যানবাহন চলাচলের চাপ। এতে করে দূষণের মাত্রা আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ঈদের ছুটির আগে কয়েক দিন ধরে ঢাকার বায়ুমান খুব খারাপ অর্থাৎ অস্বাস্থ্যকর অবস্থায় ছিল। এরপর গত ৩ মে ঈদের দিনে নির্মল বায়ু পেয়েছে ঢাকাবাসী। এদিন দুপুর পর্যন্ত ঢাকায় বায়ুর মান সূচক ছিল ২১। বিশেষজ্ঞরা বলছেন, ঈদ উপলক্ষে প্রায় এক কোটি মানুষ রাজধানী ছেড়েছেন। ছুটির দিনগুলোতে যানবাহন চলাচলও ছিল কম। এছাড়া নির্মাণ কাজ ও কলকারখানা বন্ধ থাকায় বন্ধ ছিল বায়ু দূষণের বড় উৎসগুলো। এছাড়া ঈদের সকালে ঝড় বৃষ্টি হওয়ায় কমে যায় দূষণ।

যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুর মান যাচাই বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘আইকিউ এয়ার’ তখন জানায়, মঙ্গলবার (৩ মে) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ঢাকায় বায়ুর মান সূচক ছিল ২১। ওই সময়ে বায়ুতে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ‘পিএম ২.৫’ প্রতি ঘনমিটারে ছিল ৫ মাইক্রোগ্রাম। বিশেষজ্ঞদের মতে যা ‘ভালো’। তবে দুপুরের পর তা বেড়ে ৫০ পর্যন্ত উঠেছিল।

কিন্তু শনিবার (৭ মে) আবারও রাজধানীর বায়ুর মান মাত্রা বেড়ে দাঁড়ায় ১২৯,  যা মোটামুটি ভালো বলা চলে। বিশ্বের মধ্যে সপ্তম অবস্থানে এসেছে আজকের ঢাকা। প্রথম অবস্থানে আছে ভারতের মুম্বাই, যাদের দূষণের মাত্রা ১৬৭। যাকে বিশেষজ্ঞরা বলছেন, অস্বাস্থ্যকর।

বায়ু মান বিশেষজ্ঞ এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘ঈদের দিন নির্মল বায়ুর প্রথম কারণ ছিল, সকালে ঢাকা ও আশপাশে বৃষ্টি হওয়ায় বায়ুর মান ভালো হয়েছে। দ্বিতীয় কারণ হলো, বায়ুপ্রবাহের গতি প্রতি ঘণ্টায় ১২ থেকে ১৫ কিলোমিটার, যা কখনও কখনও ২৫ কিলোমিটার পর্যন্ত উঠছে। বায়ুপ্রবাহ বেশি হলে বায়ুর মান ভালো হয়। এদিকে প্রচুর মানুষ রাজধানী ছেড়েছে, তাদের কারণে বায়ু দূষণও কমেছে। এ ছাড়া ঈদের ছুটির কারণে শিল্পকারখানা, নির্মাণকাজ ও ইটভাটা বন্ধ ছিল। কিন্তু বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে আবার সব ফিরে আসছে।  ফলে বাড়ছে দূষণের মাত্রা। আগামীকাল সব খুলে গেলে এ মাত্রা আরও বাড়তে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

 

/এপিএইচ/
সম্পর্কিত
গত আটটি নভেম্বরের মধ্যে ঢাকার বাতাস সবচেয়ে ভালো ছিল এবার
আসছে শীত, শঙ্কা বাড়াচ্ছে বায়ুদূষণ 
বায়ুদূষণজনিত কারণে প্রায় চার লাখ মৃত্যু দেখলো ইউরোপ
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা