X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ যাচাই ছাড়াই শিক্ষার্থীকে হলছাড়া করলো কর্তৃপক্ষ!

রশিদ আল রুহানী
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৮

জাহিদুলের-ফেসবুক-স্ট্যাটাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ এনে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে হেনস্তা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয়ের এমএজি ওসমানী হল কর্তৃপক্ষ। জাহিদুল ইসলাম নামে ওই ছাত্রের একটি ফেসবুক স্ট্যাটাসকে ইস্যু করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ এনে হল কর্তৃপক্ষকে নালিশ করায় প্রভোস্ট তাকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। তবে বাংলা ট্রিবিউনের কাছে হল প্রভোস্ট দাবি করেছেন,জাহিদুলকে ছাত্রলীগের রোষ থেকে বাঁচাতেই তিনি এ নির্দেশ দেন। আর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি দাবি করেছেন, তারা এ ধরনের অভিযোগ করেননি। তবে ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন, তাকে এখন হলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার সিটেও অন্য ছাত্রকে ওঠানোর চেষ্টা চালানো হচ্ছে ছাত্রলীগের পক্ষ থেকে।  

‘আমি জাহিদুল ইসলাম, সম্ভাব্য নোবেল বিজয়ী তালিকার সেরা তিনে আছি। বিশ্বাস করেন না? তাহলে ভুল প্রমাণ কইরা দেখান’- সঙ্গে একটি হাসি ও একটি চোখ টিপ দেওয়া ইমোজি। এই ছিল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুলের ফেসবুক টাইমলাইনের পোস্ট, এর নিচে যুক্ত একটি নিউজের লিংক যেটির শিরোনাম ছিল-‘শেখ হাসিনার নোবেল মনোনয়ন ও মিথ্যা প্রচারণা’।ফেসবুকের এই পোস্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি হিসেবে জাহিদুলের ছাত্রাবাস এম এ জি ওসমানী হল কর্তৃপক্ষের কাছে অভিযোগ হিসেবে উপস্থাপন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।এ অভিযোগ পেয়েই হল প্রভোস্ট অধ্যাপক রিয়াজুল ইসলাম গত ২৫ সেপ্টেম্বর জাহিদুলকে হল ছেড়ে যাওয়ার নোটিশ দেন। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলেও জানিয়েছেন হল প্রভোস্ট।  

এদিকে,অভিযুক্ত ওই শিক্ষার্থী বলছেন, তিনি প্রধানমন্ত্রীকে কটূক্তি করেননি। তিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে গণমাধ্যমের মিথ্যা সংবাদকে সমালোচনা করেছেন। কিন্তু অভিযোগকারীরা ভুল ব্যাখা তুলে ধরে প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।

জানা যায়, রোহিঙ্গা শরণার্থীদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার কারণে এবছর শান্তিতে নোবেল পুরস্কারের মনোনয়নের ছোট্ট তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে বলে কিছু গণমাধ্যমে ভুয়া খবর প্রকাশিত হয়। এ ঘটনায় সমালোচনার সৃষ্টি হলে কিছু গণমাধ্যমও খবরটি মিথ্যা জানিয়ে সংবাদ প্রচার করে। এমন একটি সংবাদ নিজের ফেসবুক টাইমলাইনে যুক্ত করে ওই স্ট্যাটাস দিয়েছিলেন জাহিদুল।  

গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির এম.এ জি ওসমানী হলের প্রভোস্ট প্রফেসর রিয়াজুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে,‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করা বিষয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ থাকায় ২৬ সেপ্টেম্বর সকাল ৯ টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো। তদন্তে দোষী প্রমাণিত না হলে পরবর্তীতে হলে অবস্থান করার সুযোগ প্রদান করা হবে। আদেশ অমান্য করলে পরবর্তীতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির এম এ জি ওসমানী হলের প্রোভোস্ট প্রফেসর রিয়াজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী আমাকে জাহিদুলের বিরুদ্ধে অভিযোগ দেয়। সঙ্গে তার ফেসবুকের ওই স্ট্যাটাসের স্ক্রিনশটও দেয়। এ কারণে তাৎক্ষণিকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমি জাহিদুলকে হলের বাইরে থাকার নির্দেশনা দেই।’

দোষী প্রমাণিত হওয়ার আগেই তাকে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘তার বিরুদ্ধে যেহেতু ছাত্রলীগ অভিযোগ করেছে, ফলে তার ওপর যে কোনও সময় হামলা হতে পারে, তাকে মারধর করতে পারে। এমন কিছু হয়ে গেলে তো আরও বড় সমস্যায় পড়বে জাহিদুল। তার ভালোর কথা চিন্তা করেই তাকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।  তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে। তদন্তে রিপোর্ট যা আসবে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে জাহিদুলের বিরুদ্ধে ছাত্রলীগের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই জানিয়ে বাংলা ট্রিবিউনকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্ট্যাটাসটি আমি দেখেছি। জাহিদুলের বিরুদ্ধে আমাদের কোনও অভিযোগ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা কোনও অভিযোগও দেইনি।’

জাহিদুলকে হল ছাড়ার নোটিশ হল কর্তৃপক্ষের

এই স্ট্যাটাসটিতে আসলেই কি প্রধানমন্ত্রীকে কটূক্তি করা হয়েছে? আপনি কী মনে করেন? এমন প্রশ্ন করলে তিনি সরাসরি জবাব না দিয়ে স্ট্যাটাসে কী বলা হয়েছে সেটিই পড়ে শোনান। জাহিদুলের বিরুদ্ধে ছাত্রলীগের কোনও অভিযোগ নেই কিছুক্ষণ আগে এমন বক্তব্য দিলেও পরে এ প্রতিবেদকের কাছেই তিনি জাহিদুলের বিরুদ্ধে আবার অন্য বিষয়ে অভিযোগ করতে থাকেন। তিনি বলেন, ‘জাহিদুল প্রথম বর্ষে ছাত্রলীগের কর্মী ছিল। সে কমিটিতে পদ প্রত্যাশী ছিল। কিন্তু পদ পায়নি বলে সংগঠনের ওপর তার রাগ রয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন শোকসভায় সে হাতে তালি দিয়েছিল, বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনাও করেছে। এ কারণে তারই বন্ধুরা তাকে সতর্ক করেছে অনেকবার। এটাই প্রথম অভিযোগ নয়।’

তাহলে কারা অভিযোগ করেছে জানতে চাইলে তিনি বলেন,‘জাহিদের কিছু সহপাঠী যারা ওই স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়েছে। তারাই মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগটি করেছে। এখানে ছাত্রলীগের কোনও সম্পৃক্ততা নেই।’

এদিকে অভিযুক্ত জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন,‘আমার স্ট্যাটাসে কোথাও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়নি। আমি মূলত প্রধানমন্ত্রীকে নিয়ে গণমাধ্যমের মিথ্যা সংবাদকে সমালোচনা করেছি। কিন্তু অভিযোগকারীরা ভুল ব্যাখা তুলে ধরে প্রশাসনের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নোটিশের প্রতি শ্রদ্ধা জানিয়ে হলের বাইরে অবস্থান করছি। আমি খবর পেয়েছি আমার সিটে অন্য একজনকে তুলে দেওয়া হয়েছে। এর অর্থ আমাকে হলে ঢুকতে না দেওয়ার পাঁয়তারা চলছে।’

তিনি আরও বলেন, ‘স্ট্যাটাসটি দেওয়ার পরদিন ক্যাম্পাসে আমাকে কয়েকজন শিক্ষার্থী হুমকি দিয়েছে। আমাকে তারা হল ছেড়ে চলে যেতে বলে। কিন্তু তাদের পরিচয় আমি জানি না।’

এদিকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে সমালোচনার ঝড়। বলা হচ্ছে, অতি-উৎসাহীদের কারণে নষ্ট হয়ে যাওয়ার পথে একটি ছেলের ছাত্রজীবন।

জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে বুধবার বিকেল ৪ টার দিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।  

/আরএআর/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?