X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আতিককে ব্যবসায়ীদের সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ২৩:০৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০০:০৬

ডিএনসিসিতে মেয়রপ্রার্থী আতিকুল ইসলামকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের সমর্থন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের মতোই প্রতিশ্রুতি রাখবেন—এমন প্রত্যাশায় সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে সমর্থন দিয়েছেন উত্তর সিটির ব্যবসায়ীরা। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে গুলশান ক্লাবে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে এই সমর্থন দেন তারা।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন—ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘আমাদের শহরে বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে লাইটিং, ট্রাফিক ব্যবস্থাপনা, পাবলিক ট্রান্সপোর্ট, নজরদারি, পাবলিক টয়লেট, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের কাজ অনলাইন করা, ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত কাজের হয়রানি দূর করার দাবি ও প্রত্যাশা থাকবে মেয়র প্রার্থী আতিকুল ইসলামের কাছে।’

সংগঠনটির সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দিন বলেন, ‘আনিসুল হকের মৃত্যুর পর আতিকুল ইসলাম নয় মাস খণ্ডকালীন সময়ে দায়িত্ব গ্রহণ করেন। এই অল্প সময়ে দায়িত্ব নিয়ে চেষ্টা করেছেন মানুষের পাশে যাওয়ার, চেষ্টা করেছেন সমস্যার গভীরে যাওয়ার। সমস্যা চিহ্নিত করতেও কিন্তু একটি সময়ের প্রয়োজন হয়। ডেঙ্গু রোধে সচেতনতাসহ অত্যন্ত সার্থকভাবে কাজ করার চেষ্টা করেছেন। আতিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী। তিনি আমাদের নিরাশ করবেন না, এটা আমার বিশ্বাস।’

এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, ‘আমি আতিক ভাইয়ের বক্তব্যে শুনেছি, তিনি ঢাকাকে যানজটমুক্ত করবেন, এটা অনেক বড় একটি প্রতিশ্রুতি। এখানে যদি আমাদের কিছু করণীয় থাকে আমরা করতে রাজি আছি। আমরা জানি তিনি পারবেন।’
ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি শামস মাহমুদ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুশি কারণ আতিক ভাই উত্তর সিটির মনোনীত প্রার্থী। তিনি যখন বিজিএমইএতে ছিলেন, তখন তিনি রানা প্লাজার মতো ঘটনা থেকে যেভাবে শিল্পটিকে বের করে নিয়ে এসেছে, যেভাবে তিনি সামাল দিয়েছেন, তা সত্যি প্রশংসনীয়। আমার মতে, একজন যোগ্য নেতৃত্বকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা আশা করি, মেয়র পদে আতিক ভাইকেই দেখবো।’    

সাবেক পররাষ্ট্র সচিব ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার শমসের মবিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রেখেছেন, তারই অংশ হিসেবে আতিকুল ইসলামকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করতে হবে।’

অনুষ্ঠানে আতিকুল ইসলাম ব্যবসায়ীদের জন্য হয়রানি মুক্ত সিটি করপোরেশন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার, বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, গুলশান ক্লাবের প্রেসিডেন্ট ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) সাইফুর রহমান, বারভিডা’র সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক হাবিবুল্লাহ ডন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির মহাসচিব বেনজীর আহমেদ, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি প্রমুখ।        

  

/এসও/এমএনএইচ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ