X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘বৃহত্তর আন্দোলন গড়ে তোলার নির্দেশ খালেদা জিয়ার’

আদিত্য রিমন
২০ জুন ২০১৮, ২২:২৩আপডেট : ২০ জুন ২০১৮, ২২:২৩

খালেদা জিয়া বিএনপির চলমান শান্তিপূর্ণ আন্দোলন আরও বেগবান করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন দলটির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় রাজশাহী,  সিলেট ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপিকে অংশ নিতেও বলেছেন তিনি।

এক্ষেত্রে গাজীপুর সিটির নির্বাচন দেখে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সিনিয়র নেতাদের পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি।

বুধবার (২০ জুন) বিকাল ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন দলটির ভাইস চেয়ারম্যান  আহমেদ আজম খান। তিনি খালেদা জিয়ার সঙ্গে প্রায় এক ঘণ্টা কথা বলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহমেদ আজম খানের মাধ্যমেই দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের এসব নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া।

আহমেদ আজম খান কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আসার পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়া বলেছেন নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন ও তার মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে আরও জোরদার করতে হবে।

নেতাকর্মীদের ধৈর্য ধরে চলমান ‘নিয়মতান্ত্রিক আন্দোলনকে’ বৃহত্তর আন্দোলনে রূপ দিতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশ নিয়ে সেখানে নির্বাচন কমিশনের ভূমিকা ও সরকারের কী ভূমিকা থাকে, তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বলেছেন।

এ বিষয়ে আহমেদ আজম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি গিয়েছিলাম তার পারিবারিক আইনজীবী হিসেবে।  স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির অংশ নিতে কোনও অসুবিধা নেই বলেছেন ম্যাডাম। কিন্তু খুলনা মডেলের নির্বাচন জনগণ দেখতে চায় না। এসব স্থানীয় সরকার নির্বাচনগুলো প্রমাণ করে সরকার জনগণের ভোটের নির্বাচন করে না। তারা সিল মারা নির্বাচন করে। খুলনা মার্কা নির্বাচন গণতন্ত্রের জন্য সুফল বয়ে আনে না। আমরা গাজীপুর নির্বাচন দেখবো, তারপর সিদ্ধান্ত নেবো বাকিগুলোতে অংশ নেবো কিনা।’

খালেদা জিয়ার শরীরের অবস্থা ভালো নয় দাবি করে আহমেদ আজম বলেন, ‘চিকিৎসা নিয়ে তার (খালেদা জিয়া) পরিষ্কার কথা হলো—বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)—এসব সরকারি প্রতিষ্ঠান নিয়ে তার কোনও অভিযোগ নেই। এগুলো অনেক ভালো। অযথা এসব প্রতিষ্ঠানকে সরকার বির্তকিত করছে।’

আজম খান আরও বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) বলেছেন, এসব প্রতিষ্ঠানে না গিয়ে আমি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চাই এ জন্য যে, এর আগেও  এই হাসপাতালে চিকিৎসা নিয়েছি এবং সেখানকার ডাক্তাররা আমার রোগ সম্পর্কে ভালো জানেন। এ কারণে আমি সেখানে চিকিৎসা নিতে চাই। এখানে নতুন করে বিতর্ক করার কিছু নেই।’ 

/এএইচআর/এএম/এপিএইচ/
সম্পর্কিত
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
ছাত্রদলের কর্মসূচিতে সব শিক্ষক-শিক্ষার্থীকে থাকতে অধ্যক্ষের নোটিশ, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক