X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতার সমা‌ধি‌তে আ. লী‌গের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২০, ১৩:৫২আপডেট : ২৩ জুন ২০২০, ১৩:৫২

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা বাংলাদেশ আওয়ামী লী‌গের ৭১তম প্রতিষ্ঠাব‌র্ষিকী‌তে গোপালগঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা‌নের সমা‌ধি‌তে দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নি‌বেদন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে সৌধে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নানক  বলেন, ‘আওয়ামী লীগ গণমানুষের দল। এই বাংলা ও বাঙালি জাতিকে অসম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ যাত্রা শুরু করেছিল। বঙ্গবন্ধু সুদীর্ঘ সময় ধরে আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে এই দেশকে স্বাধীন ও সার্বভৌম এনে দিয়েছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে যাত্রা শুরু করেছিল। এ কারণেই ৭৫’এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিল। কুচক্রী মহল এ হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ একটি হত্যা, ক্যু ও লুটপাটের রাষ্ট্রে পরিণত হয়েছিল। দেশে ফিরে এসে জননেত্রী শেখ হাসিনা জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনা এদেশ থেকে জঙ্গিবাদ ও দরিদ্রতা উপড়ে ফেলেছেন। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রগতি ও শান্তির ধারা অব্যাহত রেখেছেন।’

এসময় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হাসেন, সদস্য সাহাবুদ্দিন ফরাজী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
পুতিনের পঞ্চম মেয়াদের শপথ অনুষ্ঠান বয়কট করলেন পশ্চিমা নেতারা
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
বিচারকের স্বাক্ষর জাল: ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল হয়নি 
ছুঁড়ে দেয়া সকল তীর সাদরে গ্রহন করলাম: ভাবনা
ছুঁড়ে দেয়া সকল তীর সাদরে গ্রহন করলাম: ভাবনা
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চলছে: সিইসি
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা চলছে: সিইসি
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?