X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

নির্বাচন উপলক্ষে আ.লীগের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৭আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ২২:১২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ভোটারের কাছে পৌঁছাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এর আওতায় একটি সুশৃঙ্খল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া হবে। এ লক্ষ্যে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিগত দিনে সরকারের উন্নয়ন জনগণের কাছে পৌঁছে দিতে হবে।  ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে নৌকার পক্ষে ভোট চেয়ে আসতে হবে।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল প্লাটফর্ম অথবা যেকোনও মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান অপপ্রচার ঠেকাতে মাঠে সোচ্চার থেকে অপপ্রচারের বিরুদ্ধে আমাদের মোকাবিলা করতে হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি লোকালয়ের জন্য একজন  করে ক্যাম্পেইনার মনোনীত করা হবে। তাদের প্রশিক্ষণ দেবেন উপজেলা পর্যায়ের প্রশিক্ষকরা। উপজেলা পর্যায়ের এই প্রশিক্ষকদের প্রশিক্ষিত করার জন্য আওয়ামী লীগ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের   শিক্ষকদের মাধ্যমে একটি মাস্টার ট্রেইনার গ্রুপ তৈরি করছে। যারা প্রতিটি জেলা-উপজেলা পর্যায়ে গিয়ে স্থানীয় প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেবেন।

এ প্রশিক্ষণ অনুষ্ঠানে শেখ হাসিনার উন্নয়নের সঠিক বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন বক্তারা। সারা দেশ থেকে মনোনীত ১০০ মাস্টার ট্রেইনার বা প্রশিক্ষককে সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। যারা পরবর্তী সময়ে পর্যায়ের আরও নির্বাচনি প্রচারণা কর্মীদের প্রশিক্ষণ দেবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কবির বিন আনোয়ার। এতে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ছাত্রলীগের বর্তমান ও সাবেক সভাপতি এবং সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ‘অফলাইন ক্যাম্পেইন’র ফোকাল পয়েন্ট সুফি ফারুক ইবনে আবু বকর ও সহকারী ফোকাল পয়েন্ট সৈয়দ ইমাম বাকের।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
সর্বশেষ খবর
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকে সরলথের ইতিহাস
লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকে সরলথের ইতিহাস
যুদ্ধবিরতিতে সক্রিয় ভূমিকা রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানান শাহবাজ
ভারত-পাকিস্তান সংঘাতযুদ্ধবিরতিতে সক্রিয় ভূমিকা রাখায় ট্রাম্পকে ধন্যবাদ জানান শাহবাজ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ