X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

শেষ দিনে আ.লীগের মনোনয়ন ফরম জমা দিতে উপচে পড়া ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২৩, ১৪:০৮আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৫:০৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার চতুর্থ ও শেষ দিন আজ মঙ্গলবার (২১ নভেম্বর)। সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় এ কার্যক্রম। শেষ হবে বিকাল ৪টায়। এদিন ফরম কেনার চেয়ে জমা দিতে মনোনয়নপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মনোনয়ন ফরম জমা দেওয়ার বুথে গিয়ে দেখা যায়, মনোনয়নপ্রত্যাশীরা ভিড় করে তাদের ফরম জমা দিচ্ছেন। অনেকে ফরম জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আবার মনোনয়নপ্রত্যাশীদের ভিড়ের কারণে জমা দেওয়ার বুথ পর্যন্ত আসতেই বেগ পেতে হচ্ছে। সব মিলিয়ে নৌকার টিকিট পেতে উৎসবমুখর পরিবেশে ফরম জমা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা।

ফরম জমা দিচ্ছেন মনোনয়নপ্রত্যাশীরা

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে এবং জমা দিতে অনুসারীদের নিয়ে দলে দলে দলীয় কার্যালয়ের সামনে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা। দলীয় নির্দেশনা উপেক্ষা করে গত তিন দিনের মতো আজও অনেকে মিছিল নিয়ে, সমর্থকদের অনেকে প্লাকার্ড হাতে, টি-শার্ট পরে আসছেন। ভিড় থাকায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই। ভেতরে প্রবেশের সময় ধস্তাধস্তি হতে দেখা গেছে। এ সময় পাশ থেকে অনুসারী কর্মী-সমর্থকদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়। কার্যালয়ের ভেতর থেকে মাইকে বারবার সবাইকে নির্দেশনা মেনে সহযোগিতার অনুরোধ জানানো হলেও তাতে কান দিচ্ছেন না কেউ।

মনোনয়ন ফরম বিক্রির আগে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া মনোনয়নপ্রত্যাশীদের নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপরে মোবাইল ফোন নম্বর এবং বর্তমান সাংগঠনিক পরিচয়সহ তিনটি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

ভিড় নেই ফরম সংগ্রহের বুথে।

আগের তিন দিনের মতো বঙ্গবন্ধু এভিনিউয়ে নৌকার টিকিট সংগ্রহ করতে শত শত কর্মী-সমর্থক নিয়ে আসছেন অনেক মনোনয়নপ্রত্যাশী। এতে দলীয় কার্যালয়ের সামনে ভিড় তৈরি হওয়ায় প্রথম দিন শনিবার একঘণ্টা ফরম বিক্রি বন্ধ ছিল। পরদিন মনোনয়নপ্রত্যাশী ও তাদের লোকজনের ভিড়ের কারণে তিনবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তৃতীয় দিন সোমবারও উপচে পড়া ভিড় দেখা যায় মনোনয়নপ্রত্যাশীদের। ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতে ধস্তাধস্তিও চোখে পড়ে।

সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন ১ হাজার ৭৪ জন, দ্বিতীয় দিন ১ হাজার ২১২ জন এবং তৃতীয় দিন ৭৩৩ জন ফরম কিনেছেন। ফলে তিন দিনে ৩ হাজার ১৯টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। আজ এই কার্যক্রম শেষ হবে। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা। ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ডের যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

/এমআরএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বশেষ খবর
মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলশিক্ষার্থীকে হত্যা
মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলশিক্ষার্থীকে হত্যা
ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে
মার্কো রুবিও’র সঙ্গে ইসহাক দারের ফোনালাপভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে
আবারও শ্রম ভবনের সামনে বিক্ষোভ করবেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
আবারও শ্রম ভবনের সামনে বিক্ষোভ করবেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
১৫ ঘণ্টা পর সচল দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল, পয়েন্টম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
১৫ ঘণ্টা পর সচল দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল, পয়েন্টম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ