X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমন্ত্রী বলেছেন পণ্যের দাম বাড়বে না, ঘটেছে উল্টো: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ১৩:৪৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ১৩:৪৫

রুহুল কবির রিজভী সরকারের মন্ত্রীরা যা বলেন সঙ্গে সঙ্গে তার উল্টো ঘটে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ক’দিন আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঘটা করে সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন-রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়বে না। কিন্তু তার পরদিনই হু হু করে প্রায় সম পণ্যের দাম বেড়েছে। বুধবার (২৪ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভীর দাবি, ‘গত বৃহস্পতিবারেও পেঁয়াজ প্রতি কেজি ২৫ টাকায় বিক্রি হয়েছে। এখন তা ২৬ থেকে ২৭ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে গত সপ্তাহে রসুন বিক্রি হয়ছিল ৮০ টাকায়। এখন তা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এভাবে আলুর কেজিতে ৪, প্রতি কেজি চিনিতে ৪, প্রতি লিটার সয়াবিন তেলে ৮ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।’
ছোলা, ডাল, আদা, ময়দা, কাঁচামরিচসহ সবরকম নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘এসব পণ্য কিনতে গিয়ে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। অল্প আয়ের মানুষরা আঁতকে উঠছে রমজানের আগে হু হু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের এই মূল্য বৃদ্ধিতে। পবিত্র রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারকে ধিক্কার জানাই।’
বিএনপির এই নেতা বলেন, ‘দেশে নারী-শিশু নির্যাতনসহ অপরাধ ও নিয়ম বহির্ভূত আচরণ এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এতে ভেঙে পড়েছে সমাজের বন্ধন। খবরের কাগজ খুললেই নারী ও শিশু নির্যাতন, লাশ আর মৃত্যুর হাতছানি। লক্ষ্মীপুরের দগ্ধ তরুণীর মৃত্যু, চট্টগ্রামের লোহাগড়ায় হাত-পা বেঁধে স্কুল ছাত্রীকে নির্যাতন, নোয়াখালীর সেনবাগে স্কুলছাত্রীকে আটকে রেখে নির্যাতন, ঝালকাঠিতে স্কুলছাত্রীর লাশ উদ্ধারের সংবাদে গতকাল গণমাধ্যম পরিপূর্ণ। বর্তমান সময়ে সবচেয়ে বিপজ্জনক অবস্থায় বসবাস করছে কিশোরী-তরুণী-ছাত্রীরা।’
ক্ষমতাসীন দলের অঙ্গ-সংগঠনগুলো বিভিন্ন অকর্মে জড়িত বলে অভিযোগ করে রিজভী আরও বলেন, ‘সবচেয়ে লোমহর্ষক ঘটনা ১৯ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাশারের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি এলাকার দরিদ্র মানুষ কালা মিয়ার পা কেটে নেয়। তাতেও ক্ষান্ত হয়নি তারা। কালা মিয়ার ছেলে বিপ্লবের দু’পায়ের রগও কেটে দিয়েছে। এই পৈশাচিক ঘটনা বিচারের মুখ দেখবে কিনা জানি না।’
'মধ্যরাতের' ভোটের সরকারের প্রভাবেই সমাজে অপরাধ প্রবণতা বিশ্বের সব দৃষ্টান্তকে অতিক্রম করেছে বলে দাবি করে সাবেক এই ছাত্র নেতা বলেন, ‘বাংলাদেশ এখন দুঃশাসনের দোজখ। ’

/এএইচআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই