X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

অধিকার আদায়ে আমাদেরকে জেগে ওঠতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ১৬:১৯আপডেট : ২৫ মে ২০২২, ১৬:২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে। আজ দুঃশাসন-ফ্যাসিবাদ-অন্যায়-অত্যাচার-নির্যাতন সমগ্র বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বের হতে হবে। অধিকার আদায়ে আমাদেরকে জেগে ওঠতে হবে। মুক্তি হচ্ছে আমাদের একমাত্র পথ।'

বুধবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন' আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  এতে সভাপতিত্ব করেছেন আবদুল হাই শিকদার।

মির্জা ফখরুল বলেন, 'গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অন্তরীণ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত আছেন। দেশের গণতন্ত্রকামী ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মামলা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর যে হামলা চালানো হয়েছে তা এ যুগে এসেও আমাদের দেখতে হচ্ছে। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে তরুণ-যুবকদেরকে জাগিয়ে তুলতে হবে।'

তিনি বলেন, 'আমরা অন্যের কাছে মাথা নত করে থাকব না। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের লেজুড়বৃত্তি আমরা করব না,  আমরা আমাদের নিজস্ব জাতিসত্তাকে বুকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াব, এর কোনো বিকল্প নেই।'

কবিকে স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, 'কাজী নজরুলকে ভুলতে পারি না। তিনি আমাদের রক্তে, পরিবারে মিশে আছেন। চাইলেও তাকে ভুলে থাকা যায় না, যাবে না। এই ক্ষুদ্র পরিসরে আলোচনা করে কাজী নজরুল সম্পর্কে বলে শেষ করা যাবে না।'

একই সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন,‌ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এতটা বেড়েছে যে আজ দেশের জনগণ কিনতে পারছে না এবং খেতে পারছে না। আর এই সরকার উন্নয়ন উন্নয়ন করেছে। উন্নয়ন আগে নয়, আগে গণতন্ত্র, আগে মানু‌ষের ভো‌টের অধিকার। মানু‌ষের ক্ষুধা নিবারণ আগে কর‌তে হবে।

একই মানববন্ধনে নির্বাচন কমিশনের উদ্দেশ্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, নির্বাচন হবে না। সুতরাং চুপচাপ বসে থাকেন। কারো ইচ্ছা বাস্তবায়ন করার সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। ওদের (আওয়ামী লীগ) সাহস থাকলে নির্বাচন করুক, আমাদের ক্ষমতা থাকলে আমরা প্রতিরোধ করব।' অধিকার আদায়ে আমাদেরকে জেগে ওঠতে হবে: মির্জা ফখরুল

/জেডএ/এমএস/
সম্পর্কিত
জুলাই-যোদ্ধাদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ শ্রমিক দল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
‘বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে’
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি