X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অধিকার আদায়ে আমাদেরকে জেগে ওঠতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২২, ১৬:১৯আপডেট : ২৫ মে ২০২২, ১৬:২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে। আজ দুঃশাসন-ফ্যাসিবাদ-অন্যায়-অত্যাচার-নির্যাতন সমগ্র বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বের হতে হবে। অধিকার আদায়ে আমাদেরকে জেগে ওঠতে হবে। মুক্তি হচ্ছে আমাদের একমাত্র পথ।'

বুধবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন' আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  এতে সভাপতিত্ব করেছেন আবদুল হাই শিকদার।

মির্জা ফখরুল বলেন, 'গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অন্তরীণ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত আছেন। দেশের গণতন্ত্রকামী ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মামলা। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর যে হামলা চালানো হয়েছে তা এ যুগে এসেও আমাদের দেখতে হচ্ছে। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে তরুণ-যুবকদেরকে জাগিয়ে তুলতে হবে।'

তিনি বলেন, 'আমরা অন্যের কাছে মাথা নত করে থাকব না। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের লেজুড়বৃত্তি আমরা করব না,  আমরা আমাদের নিজস্ব জাতিসত্তাকে বুকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়াব, এর কোনো বিকল্প নেই।'

কবিকে স্মরণ করে বিএনপির মহাসচিব বলেন, 'কাজী নজরুলকে ভুলতে পারি না। তিনি আমাদের রক্তে, পরিবারে মিশে আছেন। চাইলেও তাকে ভুলে থাকা যায় না, যাবে না। এই ক্ষুদ্র পরিসরে আলোচনা করে কাজী নজরুল সম্পর্কে বলে শেষ করা যাবে না।'

একই সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়ার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন,‌ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এতটা বেড়েছে যে আজ দেশের জনগণ কিনতে পারছে না এবং খেতে পারছে না। আর এই সরকার উন্নয়ন উন্নয়ন করেছে। উন্নয়ন আগে নয়, আগে গণতন্ত্র, আগে মানু‌ষের ভো‌টের অধিকার। মানু‌ষের ক্ষুধা নিবারণ আগে কর‌তে হবে।

একই মানববন্ধনে নির্বাচন কমিশনের উদ্দেশ্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 'এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, নির্বাচন হবে না। সুতরাং চুপচাপ বসে থাকেন। কারো ইচ্ছা বাস্তবায়ন করার সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। ওদের (আওয়ামী লীগ) সাহস থাকলে নির্বাচন করুক, আমাদের ক্ষমতা থাকলে আমরা প্রতিরোধ করব।' অধিকার আদায়ে আমাদেরকে জেগে ওঠতে হবে: মির্জা ফখরুল

/জেডএ/এমএস/
সম্পর্কিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
দেশ বর্ণবাদীদের কবলে, তারা দুটো ভাগ করে ফেলেছে: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা