X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইইউ’র রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির রুদ্ধদ্বার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২৩, ১৫:৩২আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৬:১১

আগামী নির্বাচনসহ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিউয়ন (ইইউ) ও ইইউভুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি। রবিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে গুলশানের এবিসি হাউজে দেড়ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ফ্রান্স, ইতালি, সুইডেন, জার্মানি, স্পেন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতরা বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বর্তমান অবস্থা ও নির্বাচন নিয়ে দেশের মানুষ যেভাবে পর্যবেক্ষণ করছে, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশও তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারই অংশ হিসেবে তারা (ইউরোপীয় ইউনিয়ন) দেখছে, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক অবস্থা কী; মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা কেমন; বিশেষ করে আগামী নির্বাচন নিয়ে দেশের ভেতরে ও বাইরে যে শঙ্কা কাজ করছে, সেটার ওপর তাদের স্বাভাবিকভাবে একটা দৃষ্টি আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আজকের এই আলাপ।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী

বাংলাদেশে নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়েছে অভিযোগ করে আমির খসরু মাহমুদ বলেন, ‘এখানে যে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটা অবৈধ সরকার ক্ষমতায় বসে আছে; এই প্রেক্ষাপটেই আলোচনা হয়েছে। এই প্রেক্ষাপট থাকার কারণেই এসব আলোচনা চলছে।’

আগামী নির্বাচনে যদি দেশের মানুষ তো ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তাহলে বাংলাদেশ যে সংকটের দিকে যাবে; এই শঙ্কা দেশের ভেতরে যেভাবে কাজ করছে, দেশের বাইরেও কাজ করছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘এই শঙ্কা থেকে তারা (ইউরোপীয় ইউনিয়ন) জানতে চাইছে কীভাবে আগামী নির্বাচনটা হতে যাচ্ছে, কীভাবে এটাকে নিরপেক্ষ অংশগ্রহণমূলক করা যায়। সবার উদ্দেশ্য একটাই- বাংলাদেশের মানুষের যে চিন্তা যে এটাকে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন, যার মাধ্যমে একটি নির্বাচিত সংসদ হবে, নির্বাচিত সরকার হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আলোচনাটা হচ্ছে।’

আমির খসরু বলেন, ‘এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না- সেটা আমরা খোলাখুলি বলেছি। এটা পরিষ্কার করা হয়েছে যে বর্তমান দখলদার, অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি, তাদের সরকার, তাদের সংসদ নির্বাচিত করতে পারবে না। এই বিষয়টা প্রতিনিয়ত যেভাবে বলা হচ্ছে, তাদের কাছে জানা আছে। এটার কারণগুলো সবার কাছেই জানা আছে। এমন যে না যে একটা কথা বলা হয়েছে। এই কথার পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো এখন আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে।’

বিষয়গুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কী মনে করে জানতে চাইলে আমির খসরু বলেন, ‘তারা কী মনে করেন সেটা তারাই বলতে পারবে। আমি তো বলতে পারবো না।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বৈঠকে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সাহেবের ইস্যু নিয়ে কোনও আলোচনা হয়নি।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরুর সঙ্গে শামা ওবায়েদ ও শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করলো ইইউ
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউরোপে বৈধ পথে শ্রমিক পাঠানো সহজ হবে
সর্বশেষ খবর
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ