X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে: বুলু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৪, ২২:২৭আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ২২:৪৬

সতেরো বছর ধরে আমরা যুদ্ধ করেছি দৃশ্যমান শত্রুর বিরুদ্ধে। আগামীদিনে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেজন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শুক্রবার (৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ আয়োজিত 'বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ও নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, শেখ হাসিনা ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। তার প্রেতাত্মারা এখনও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে। এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদেরকে আবার সঠিকভাবে যুদ্ধ করতে হবে।

তিনি বলেন, আজকে বাংলাদেশ যে অবস্থানে এই অবস্থানটির মধ্যে কিছু রাজনৈতিক দল এমন এমন প্রস্তাব এবং বক্তব্য নিয়ে আসছেন, কেউ কাউকে মাফ করে দিচ্ছেন, কেউ কাউকে কোলে নিচ্ছেন, কেউ কাউকে আদর-যত্ন করার জন্য অধীর আগ্রহে বসে আছেন। এর থেকে জাতিকে মুক্তি দিতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরেও হঠাৎ করে নব্য মুক্তিযোদ্ধাদের দ্বারা জাতি সেদিন বিভ্রান্ত হয়েছে। আজকেও ৫ আগস্টের পরে হঠাৎ করে কিছু নব্য মুক্তিযোদ্ধার সৃষ্টি হয়েছে তাদের কারণে জাতির এই মহান বিপ্লব যেন বিপথগামী না হয় সেজন্য সবচেয়ে বেশি ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে এই বিএনপিকে। কারণ ১৭ বছর ধরে শেখ হাসিনাবিরোধী আন্দোলনে আমরাই রাজপথে থেকেছি, জেলখানায় গিয়েছি, আমাদের ২০ হাজারের মতো নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। আমাদের হাজারের অধিক নেতাকর্মী গুম হয়েছে, ৫০ হাজারের অধিক নেতাকর্মী পঙ্গুত্ববরণ করেছে এবং ৬৫ লাখ নেতাকর্মী মামলার আসামি হয়েছে। তিনটি নির্বাচনে দেখেছি জাতির কী অবস্থা হয়েছে। মানুষ ভোটের অধিকার পায়নি। আমরা যুদ্ধ করেছি মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য।

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের