X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জিএম কাদের চাইলেই রাঙ্গা দলে ফিরবেন: জাপা মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৯

দল থেকে ডাকা হলে ফিরে আসবেন— মসিউর রহমান রাঙ্গার এমন বক্তব্যের পর জাতীয় পার্টির মহাসচিব  মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, যদি জাতীয় পার্টির চেয়ারম্যান চান, তবেই মসিউর রহমান রাঙা জাতীয় পার্টির রাজনীতিতে ফিরতে পারবেন। কারণ, কাউকে পার্টিতে ফেরানোর এখতিয়ার শুধুমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যানের।’

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অবস্থান তুলে ধরেন চুন্নু। তিনি বলেন, ‘কেউ দল থেকে চলে যেতে পারে, তাতে দলের কোনও ক্ষতি হয় না। অনেকেই চলে গেছেন, কিন্তু জাতীয় পার্টি তার স্থানেই আছে। জাতীয় পার্টি কেউ ভাঙতে পারবে না। জাতীয় পার্টি এখন অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ।’

চুন্নু বলেন, ‘এখন গঠনতন্ত্রের ২০ ধারার সমালোচনা করছেন মসিউর রহমান রাঙা। কিন্তু যখন তিনি মহাসচিব ছিলেন, তখনতো এই ধারার কথা কখনোই বলেননি।’

এরআগে, বুধবার (১৪ সেপ্টেম্বর) দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে সব পদ থেকে অব্যাহতি দেন জিএম কাদের। পরে গণমাধ্যমে রাঙ্গা দলের চেয়ারম্যানকে নিয়ে নানামুখী সমালোচনা করলেও বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজের নরম অবস্থান ব্যক্ত করেন।

মসিউর রহমান রাঙ্গার চিফ হুইপ পদ নিয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, এমন প্রশ্নে জাপার শীর্ষ একনেতা বলেন, এখনই এমন সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি হয়তো কোথাও নিজের অবস্থানের যৌক্তিকতা তুলে ধরতে পারেননি। তবে তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক কিছু করা হবে না। নিয়ম অনুযায়ী তার অবস্থান সৃষ্টি হবে।’

সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব চুন্নু বলেন, ‘‘যখন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের রাজনীতি পরিষ্কার করছেন, যখন জাপা  চেয়ারম্যান বলছেন— ‘আমরা এখন আর কোনও জোটে নেই। জাতীয় পার্টি কারও দালালি করবে না।’ তখন হয়তো কারও কারও কষ্ট হতে পারে। যারা দালালি করতে চায়, তারা কখনোই সফল হবে না।’’

তিনি জানান, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্যই মসিউর রহমান রাঙ্গা এমপিকে দলের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চুন্নু বলেন, ‘গেলো একবছর ধরে গণমাধ্যম, সংসদ ও বিভিন্ন ফোরামে মসিউর রহমান রাঙা সংগঠনের নীতি ও অবস্থানবিরোধী কথা বলছিলেন। গেলো একমাস আগেও এমন একটি অবস্থার পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের কাছে ক্ষমা চেয়েছেন রাঙা। তখন সংগঠনবিরোধী কোনও কাজ করবেন না বলেও অঙ্গীকার করেছিলেন তিনি। তবে মসিউর রহমান রাঙার প্রতি পার্টির সিদ্ধান্ত গঠনতন্ত্র ও বিধি মোতাবেক হয়েছে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
মানুষ অত্যন্ত কষ্টে দিনযাপন করছে: জিএম কাদের
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!