X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটির কারও রাজনৈতিক সম্পৃক্ততা নেই: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৭, ১৩:৪৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৩:৪৩

মাহবুব উল আলম হানিফ নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সার্চ কমিটিতে রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন তারা সবাই যোগ্য ব্যক্তি এবং তাদের কোনও রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে মন্তব্য  করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। কমিটি নিয়ে অহেতুক বিতর্ক না করে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার সকালে ঢাকা ডেন্টাল কলেজ ক্যাম্পাসে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান করেন। আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বিএনপির উদ্দেশে হানিফ বলেন, ‘আপনারা রাষ্ট্রপতির উপর আস্থা রাখুন। তিনি সবার আস্থাপূর্ণ নির্বাচন কমিশন গঠন করবেন।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সব রাজনৈতিক দলই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল। রাষ্ট্রপতি তাদের প্রস্তাব অনুসারে সার্চ কমিটি গঠন করেছেন। তিনি যাদের নিয়োগ দিয়েছেন সবাই যোগ্য ব্যক্তি। তাদের কোনও রাজনৈতিক সম্পৃক্ততা নেই তা ইতোমধ্যে প্রমাণ হয়েছে।’

হানিফ বলেন, ‘সার্চ কমিটি গঠনের পর বিএনপি হতাশা এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। আমরা জানতে চেয়েছিলাম কেন আপনারা হতাশ হয়েছেন? বললেন- এটা আওয়ামী লীগের পছন্দের কমিটি। আমরা তাদের বলছি সার্চ কমিটি নিয়ে আমরা কোনও নাম দেই নাই। রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেছেন এখানে পছন্দ, অপছন্দের কী আছে? সার্চ কমিটির দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন গঠন নিয়ে কয়েকটি নামের তালিকা তারা তৈরি করে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন। রাষ্ট্রপতি তার মধ্য থেকে নির্বাচন কমিশন গঠন করবেন।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বিএনপি সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে বিতর্কিত করার জন্য বিভ্রান্তিমূলক কথা বলছে। দেশের জনগণের প্রতি তাদের কোনও আস্থা নেই। জনগণের ক্ষমতায় তারা বিশ্বাসী নয়। কারণ নির্বাচনে তারা জনগণের ভোটে পরাজিত হবে। তাই তারা ষড়যন্ত্র করছে। বিএনপি যদি ষড়যন্ত্রের পথ না ছাড়ে তাহলে আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দেবে।’

ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রমুখ।

/পিএইচসি/এফএস/

আরও পড়ুন-


পণ্যের মাধ্যমে টাকা পাচার হচ্ছে কিনা প্রশ্ন অর্থমন্ত্রীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত