X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পুলিশের সহায়তায় বিএনপি’র এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ রিজভীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৮, ১২:৪১আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৬:৫৭

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন রিজভী রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রায় সব কেন্দ্র থেকে পুলিশের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী। তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা পুলিশের ক্ষমতায় ক্ষমতাবান হয়ে তিন সিটির প্রায় সব কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দিচ্ছে। কেউ এর প্রতিবাদ করলে পুলিশ তাকে গ্রেফতার করছে।’

সোমবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘সকালে বরিশালে ধানের শীষের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ারকে আওয়ামী সন্ত্রাসীরা প্রায় একঘণ্টা অবরুদ্ধ করে রাখে। কিন্তু প্রশাসন এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।’

তিনি আরও বলেন, ‘রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্রে ভোট দিতে গেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনুকে ধাক্কাধাক্কি করে বের করে দিয়েছে সেখানকার ওসি কামাল। শুধু তাই নয়, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনকেও ধাক্কা মেরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে ওসি কামাল।’

‘নির্বাচনি প্রচারণার শুরু থেকে সরকারের নীলনকশার নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো করেছিলাম, সেটিরই নগ্ন বহিঃপ্রকাশ তিন সিটিতে ভোটের শুরুতে ফুটে উঠেছে,’ দাবি করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আজ্ঞাবহ নির্বাচন কমিশনের জন্যই সরকার তিন সিটির ভোট নিয়ে অনাচারে লিপ্ত হতে পেরেছে। নির্বাচন কমিশন নির্বিকার থেকে নৌকার প্রার্থীকে ভোট ডাকাতিতে উৎসাহ জুগিয়ে যাচ্ছে। কমিশন মূক ও বধির হয়ে গেছে।’

বর্তমান সরকার কখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘‘কেন্দ্র দখল, বিরোধী দলের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া, জালভোটে ব্যালট বাক্স পূর্ণ করার ‘হাসিনা মার্কা’ নির্বাচনকেই বাংলাদেশের নির্বাচনের মানদণ্ড করা হয়েছে।’’

এ সময় রিজভী তিন সিটির শতাধিক কেন্দ্রের নাম তুলে ধরে সেগুলো থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন। তিনি বলেন, ‘তিন সিটিতে আওয়ামী লীগ আশপাশের জেলা থেকে ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মীকে নিয়ে এসেছে। তারা সকাল থেকে পুলিশের সহায়তায় ভোটকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দিচ্ছে। এছাড়া, অনেক এজেন্টকে পুলিশ গ্রেফতার করেছে।’

/এএইচআর/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন