X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জিয়া বঙ্গবন্ধু হত্যার মূল কারিগর: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:২৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৬

১৪ দলের সভায় বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার মূল কারিগর। তার বিচার না হলে বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন হবে না।’

সোমবার (৯ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের নিয়মিত সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘জিয়ার নির্দেশ ও পরিকল্পনা অনুযায়ী জেলখানায় স্বাধীনতার চার মহানায়ককে হত্যা করা হয়েছে। তিনি জানতেন, জাতীয় চার নেতা বেঁচে থাকলে বঙ্গবন্ধুর হত্যার প্রতিরোধ গড়ে উঠবে। তাই রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করতে জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করেন এবং সে অনুযায়ী নির্দেশ দেন।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান একজন বেইমান। স্বাধীনতার সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করেছেন। তিনি কর্নেল তাহেরকেও হত্যা করে চরম বেইমানির দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সেনানিবাসে অনেক সৈনিককে জিয়াউর রহমান হত্যা করেছেন।’ 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম এ  সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত সফল হচ্ছেন চক্রান্ত তত গভীর হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে তারপরও চক্রান্ত শেষ হয়নি। বিএনপি জামায়াতে নৈরাজ্য কোর্ট প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছে  গেছে।’

সভায় ১৪ দলের ডিসেম্বরের কর্মসূচি জানান নাসিম। তিনি বলেন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ১৪ দল শ্রদ্ধা নিবেদন করবে। ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৮ ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করবে। 

এ সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি প্রমুখ।

 

 

 

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!