X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে আ.লীগ: ড. আব্দুর রাজ্জাক

মাহবুব হাসান
২০ ডিসেম্বর ২০১৯, ০২:৪০আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২৩:১১

 ড. আব্দুর রাজ্জাক (ফাইল ছবি)

রাষ্ট্রবিরোধী ও সাম্প্রদায়িক শক্তিকে বিলুপ্ত করার প্রত্যয়ে বলীয়ান হওয়া এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের হাত ধরে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দারিদ্র্য দূর হয়েছে। দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেইসঙ্গে নতুন নতুন চ্যালেঞ্জও আবির্ভূত হচ্ছে। আওয়ামী লীগ সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে, একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। আর সেজন্য চাই এমন একজন সাধারণ সম্পাদক, যিনি এসব চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যাওয়ার সামর্থ্য রাখেন।’ এবারের সম্মেলনে যেই সাধারণ সম্পাদক হোন, তাকে সার্বিক সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ের দফতরে বাংলা ট্রিবিউনকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

সম্মেলন প্রসঙ্গে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘দলের আসন্ন এই সম্মেলনের লক্ষ্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, দেশবাসীকে ঐক্যবদ্ধ করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, নতুন লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করা,  কৌশল নির্ধারণ করা, জাতিকে উদ্বুদ্ধ করা। অশুভ রাষ্ট্রবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সাম্প্রদায়িক শক্তিকে বিলুপ্ত করার প্রত্যয়ে বলীয়ান হওয়া।’

চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে তিনি বলেন, ‘কিছুদিন আগেও আমাদের চ্যালেঞ্জ ছিল- সবার জন্য খাদ্য নিশ্চিত করা। এখন সেটা পূরণ হয়েছে। নতুন চ্যালেঞ্জ সামনে এসেছে। আর সেটা হলো- খাদ্যে পুষ্টি নিশ্চিত করা। একইভাবে শিক্ষার হার বেড়ে যাওয়ার কারণে শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা। দল হিসেবে আওয়ামী লীগ সেই চ্যালেঞ্জগুলো গ্রহণ করছে এবং সেভাবেই পরিকল্পনা করছে, যা সরকার বাস্তবায়ন করছে। আর সেজন্যই দলকে শক্তিশালী রাখতে হবে। উন্নয়ন পরিকল্পনা, রূপকল্প-২০৪১, ব-দ্বীপ পরিকল্পনাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব লক্ষ্য নির্ধারণ করেছেন, সেসব চ্যালেঞ্জ সাফল্যের মুখ দেখাতে পারে এমন কেউ সাধারণ সম্পাদক হলে এই উন্নয়ন অভিযাত্রা অনেক সহজ হবে।’

দল ও সরকারকে আলাদা করার বিষয়টি দলীয় ফোরামে আলোচনা হয়নি বলে জানিয়েছেন ড. আব্দুর রাজ্জাক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরকম আলোচনা চারপাশে রয়েছে। কিন্তু দল পরিকল্পনা করে, সরকার বাস্তবায়ন করে। এই সমন্বয়ের পাশাপাশি মন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, তাদের অনেকেই দলেও দক্ষতার সঙ্গে কাজ করছেন। এখন প্রশ্ন হলো বিকল্প পাওয়াটা। নিশ্চয় এই বিষয়ে দলের সভাপতির নিজস্ব চিন্তা-ভাবনা রয়েছে, যা সম্মেলনের মাধ্যমে জানা যাবে।’

তারুণ্যকে প্রধান্য দেওয়ার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বরাবরের মতোই এবারের সম্মেলনেও তারুণ্যের শক্তিকে প্রধান্য দেওয়া হবে। অনেক তরুণ কেন্দ্রীয় নেতৃত্বে আসবেন।’

এক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল দলীয় নেতৃত্বে আসছেন কিনা জানতে চাইলে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘এই দুজনই তাদের মেধা ও কাজ দিয়ে দলকে সাহায্য করে যাচ্ছেন। দেশ ও জাতির জন্য কাজ করছেন। এখন দলে পদ নেওয়া, না-নেওয়া, তাদের জন্য একই বিষয়। কেননা তাদের সেবা আমরা পাচ্ছি। এবারের সম্মেলনেই তারা নেতৃত্বে আসছেন কিনা সেটা দলের সভাপতি ছাড়া আর কেউ বলতে পারবেন না।’

ড. রাজ্জাক বলেন, ‘এই সম্মেলনের মাধ্যমে দল আরও সুসংগঠিত হবে, সুশৃঙ্খল হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাংলাদেশ চেয়েছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সেখানে নেওয়ার যে প্রচেষ্টা করছেন, এবারের সম্মেলনের মাধ্যমে আমরা সেদিকে আরও কয়েক ধাপ এগিয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘দেশের গণ্ডি পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বনেতা। সারাবিশ্বে তার নেতৃত্বের প্রশংসা হয়। সর্বশেষ তিনি শুদ্ধি অভিযান শুরু করে যেমন দেশের আপামর মানুষের মন জয় করেছেন, তাদের আস্থা-ভরসার প্রতিদান দিয়েছেন। এই শুদ্ধি অভিযান ধারাবাহিকভাবে চলা উচিত। এবারের সম্মেলনে এর ফল দল যেমন পাবে, তেমনি দেশবাসীও উপকৃত হবে।’

প্রসঙ্গত, ড. আব্দুর রাজ্জাক ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন। তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। চাকরি জীবন শেষে ২০০১ সালে দলের মনোনয়নে প্রথমবার টাঙ্গাইলের ধনবাড়ি-মধুপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০২ সালের সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি সম্পাদকের পদ পান। তিনবার এই দায়িত্ব পালন করে ২০১৬ সালের সম্মেলনে সভাপতিমণ্ডলীর সদস্য হন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হন। মাঝে একবার বিরতির পর এবার ফের আওয়ামী লীগের টানা তৃতীয় মেয়াদের নতুন সরকারে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

 

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!