‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ (বাংলাদেশ স্টুডেন্ট পার্টি-বিএসপি) নামে একটি ছাত্র সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী শুক্রবার (১৬ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সাম্য ও অধিকার’ ভিত্তিক নতুন ছাত্র রাজনীতির উন্মেষ এবং ‘বাংলাদেশ রাষ্ট্র পুনর্গঠনে অঙ্গীকারবদ্ধ’ স্লোগানে ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ হচ্ছে।
বুধবার (১৪ জুন) সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপকভিত্তিক পরামর্শ ও গবেষণার পরিপ্রেক্ষিতে ছাত্রসমাজের মূল সংকট হিসেবে রাজনৈতিক অসচেতনতাকে চিহ্নিত করেছি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংকট হিসেবে চিহ্নিত করেছি—স্বপ্নহীন শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে রাষ্ট্রের অকার্যকর নাগরিকের আঁতুড়ঘরে পরিণত হওয়া। তাই স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত তিন মূলনীতি— সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আলোকে শিক্ষার্থীদের রাজনীতি সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য।
সংগঠন সূত্রে জানা গেছে, নতুন এই ছাত্র সংগঠনের মূল সংগঠন হলো আমার বাংলাদেশ পার্টি।
দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে ‘বাংলাদেশ ছাত্রপক্ষ’ কাজ করবে বলে জানান দলের সদস্য সচিব মজিবুর রহমান মনজু। তিনি উল্লেখ করেন, ‘কোটাবিরোধী আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের সঙ্গে যুক্ত আগ্রহী ছাত্রনেতারা নতুন সংগঠন গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন। তারা এবি পার্টির ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে কাজ করবে।’
এ বিষয়ে জানতে চাইলে নিরাপদ সড়ক আন্দোলনের উদ্যোক্তাদের একজন আল আমিন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা লেজুড়বৃত্তির সংগঠন করবো না। ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রপক্ষ কাজ করবে।’
ছাত্রপক্ষের সম্ভাব্য আহ্বায়ক আল আমিন প্রিন্স জানান, শুক্রবার প্রকাশ হতে যাওয়া সংগঠনের আহ্বায়ক কমিটিতে অন্তত ৭১ জন সদস্য থাকতে পারেন।